নির্বাচনের মুখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ১২:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের যে দাবি সরকার করছে, বাস্তব চিত্র তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, এটা সরকারের ব্যর্থতাই বলতে হবে যে তারা এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। নির্বাচন সামনে রেখে যখন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হওয়ার কথা, তখন আমরা তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি।
বিএনপি মহাসচিবের অভিযোগ, অবৈধ অস্ত্রের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তিনি বলেন, সরকার দাবি করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু আমরা তা মনে করি না। মাঠপর্যায়ে সহিংসতা, ভয়ভীতি ও অনিশ্চয়তা এখনো বিদ্যমান।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরাপত্তা নিশ্চিত করা। অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থতা প্রমাণ করে সরকার সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না।
তিনি আরও বলেন, যদি সরকার সত্যিই একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়, তাহলে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করার উদ্যোগ নিতে হবে।
ঠাকুরগাঁও সফরের অংশ হিসেবে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকেও তিনি নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেন বলে জানান সংশ্লিষ্টরা।



















