নির্বাচন ঘিরে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার
- আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি সাধারণ নির্বাচন নয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী একটি ঐতিহাসিক নির্বাচন। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার এ নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়াতে দৈবচয়ন পদ্ধতিতে দেশের সকল জেলার পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। নিজ দায়িত্বে নির্বাচন দিলে অনিচ্ছাকৃতভাবেও পক্ষপাতের আশঙ্কা তৈরি হতে পারে, তাই এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা পুলিশকে মানসিকভাবে নির্বাচন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’-এর জন্ম হবে। আর এই নবজন্মের ধাত্রীর ভূমিকা পালন করবে পুলিশ বাহিনী। কাপুরুষের মতো নিষ্ক্রিয় না থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে আসতে হবে বলেও তিনি জোর দেন।



















