নির্বাচন উপলক্ষে টানা ৩ দিনের ছুটি, ভোটের আমেজে দেশ
- আপডেট সময় : ০৪:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে নির্বাচন উপলক্ষে দেশজুড়ে টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
এই ছুটি সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস–প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। এতে করে ভোটাররা স্বস্তিতে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে আশা করছে সরকার।
নির্বাচনকে ঘিরে ছুটির ঘোষণায় ইতোমধ্যেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শহর থেকে গ্রাম সবখানেই ভোটের প্রস্তুতি ও আলোচনা চোখে পড়ছে।
টানা ছুটির কারণে অনেকেই পরিবারসহ নিজ নিজ এলাকায় যাওয়ার পরিকল্পনা করছেন। সব মিলিয়ে নির্বাচন ও ছুটি মিলিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী ভোটের আমেজ।



















