সংবাদ শিরোনাম ::
নাসরিন আক্তারের কবিতা পরকীয়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
উদাসি বাউল নিজ জীবনের ভুলে
বেহালা বিরাগ হয়ে ছিঁড়ে ফেলে তার
ছুঁড়ে ফেলে বেহালাটা, বড় অনাদর
ধুলোর শরীর ভরা পতঙ্গের ঘর।
সহসা গায়েন এক আসনে ত্রাতার,
মনের খেয়ালে মুুছে জোড়ে দেয় তার।
অতঃপর আঙুলের মায়াবী ছোঁয়ায়
টুং টাং, টিং টং, টিং সুর তোলে
তখন সমাজপতি রাঙিয়ে দু’চোখ
পরকীয়া! পরকীয়া! পরকীয়া বলে।


















