টাইগারদের থাবায় ৬০ রানেই কাবু নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০৫:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ ৪৪৩ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
হারেরে জয় করে ফিরে আসার কয়েকদিনের মাথায় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করে টাইগাররা। একের পর জয়ে আত্মবিশ্বাসী করে তোলে টাইগারদের। অল্প কয়েকদিনের বিশ্রামের পর ফের বাঙলাদেশ সফরে আসা নিউজিল্যান্ডের মুখোমুখি টাইগররা।
বুধবারপাাঁচ ম্যাচের সিরিজ খেলতে মাঠে নামে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬০ রানেরই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে খেলতে নেমে প্রথম দিনেই নজির গড়লো বাংলাদেশ ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুদবার প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬০ রানে অল-আউট নিউজিল্যান্ড।
বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন স্পিনাররা। প্রথম ওভারেই কিউই ওপেনার রাচিন রবিন্দ্রকে ফিরিয়েছেন মেহেদি হাসান। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব
আল হাসান। চতূর্থ ওভারে নাসুম আহমেদের জোড়া আঘাত সাজঘরে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লুনডেলকে।
দশম ওভারে আক্রমণে এসেই কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৬) ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারে ফের আঘাত হানেন সাকিব, কোল ম্যাকনচিকে ফেরান শূন্য রানে।
পরে সাইফউদ্দিন ফেরান ১৮ রান করা হেনরি নিকোলসকেও। শেষ পর্যন্ত ৬০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।





















