খুলনায় এনসিপি নেতা মাথায় গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক
- আপডেট সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হন ব্যক্তির নাম মোতালেব শিকদার (৪৩)। তিনি এনসিপির খুলনা বিভাগীয় আহ্বায়ক।
সোমবার (সময় উল্লেখ) বেলা পৌনে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি বাসায় গুলি করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাথার সিটি স্ক্যানের জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক।
আসন্ন বিভাগীয় শ্রমিক সমাবেশের প্রস্তুতিতে তিনি সক্রিয় ছিলেন।
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার তদন্ত চলছে।



















