ক্ষুদ্র মৎস্যজীবী একরাতে কোটিপতি!
- আপডেট সময় : ০৭:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৩৭২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
মোজাম্মেল নামের ক্ষুদ্র মৎস্যজীবী। ধারদেনা করে একটি ফিশিং বোটটি তৈরি করে মাছ শিকার করে আসছিলেন। শুক্রবারও মাছ ধরতে
পশ্চিম বঙ্গোপসাগরে যায়। এদিন তার জালে ধরা পড়ে ১৫৯ টি মূল্যবান কালো পোপা মাছ। প্রতিটি মাছের ওজন ৭ থেকে ১০ কেজির ওপরে।
তাতেই কপাল খুলেছে মোজাম্মেলের। এই মাছগুলোর দাম হাকা হয় ২ কোটি টাকা। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা ১ কোটি টাকা পর্যন্ত বলেছেন।
কিন্তু আরও বেশি দাম পাবার আশায় মাছ বিক্রি করেননি মোজাম্মেল।
কেন এই মাছের দাম আকাশ ছোঁয়া?
বিশিষ্ট সমুদ্র বিজ্ঞানী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানিয়েছেন, পোপা মাছের
বৈজ্ঞানিক নাম প্রোটোনিবিয়া ডায়াকানথুস। কালো পোপা মাছের এয়ার ব্লাডার বা বায়ু থলি দিয়ে মূল্যবান সার্জিকেল সুতা তৈরি হয়। এই
জন্য বড়ো পোপা মাছ ধরা পড়লে ব্যবসায়ীরা দাম দিয়ে কিনে নেন। এই মাছের চামড়া দিয়ে জেলাটিন তৈরি হয়।
এই মাছ সর্বোচ্চ ১.৫ মিটার পর্যন্ত লম্বা ও ওজনে ৪৫ কেজি পর্যন্ত হতে পারে। বাংলাদেশে থেকে এ মাছের বায়ু থলি সাধারণত হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে
রফতানি হয়।
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের সরিতলার বাসিন্দা মোজাম্মেলের জালে ধরা পড়া ১৫৯টি কালো পোপা মাছের দাম চান ২
কোটি টাকা। এলাকায় কোটি টাকা মাছের দাম ওঠলেও বেশি দাম পাবার আশায় মাছ নিয়ে চট্টগ্রামে আসেন। তবে সেখানে কত টাকায় মাছ বিক্রি করেছেন,
তা অবশ্য জানা সম্ভব হয়নি।



















