ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাকিব
- আপডেট সময় : ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
ক্রীড়া প্রতিবেদক: ব্যাট হাতে সাকিব আল হাসানের খরা যাচ্ছে। সবশেষ টি-২০ বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। বল হাতেও অনুজ্জ্বল ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার।
সিনিয়র খেলোয়াড়রা ব্যাটে-বলে বাজে সময় পার করলে তাদের ভবিষ্যৎ নিয়েও উঠে প্রশ্ন।মঙ্গলবার সাকিবকেও প্রশ্নের মুখোমুখি হতে হয়।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে আজ বিকেলেই দেশ ছেড়েছেন সাকিব। তার আগে বিমান বন্দরে সাংবাদিকদের সাথে সাকিব জানান, ক্রিকেট নিয়ে আপাতত দীর্ঘ পরিকল্পনা করছেন না তিনি। তিন মাস, ছয় মাস করে ছোট ছোট মেয়াদে পরিকল্পনা সাজিয়ে এগোতে চান তিনি।
সাকিব বলেন, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুইটা টি-২০ টুর্নামেন্টে খেলা। এই দুটি টুর্নামেন্ট খেলি। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’
তিনি বলেন, ‘এখন ও রকম সময় নেই যে তিন-চার বছরের পরিকল্পনা করব। তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। এরপর আবার পরবর্তী পরিকল্পনা। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই পরিকল্পনা।’




















