একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ‘অঘটন’ জন্ম দিয়ে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে টিম টাইগার্স। এই ম্যাচটিতে হারলেই সিরিজ হাতছাড়া হবে শান্তদের। তবে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই সফরকারীদের।অপরদিকে জিতলেই টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বে আমেরিকানরা।
সফরকারীদের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও ম্যাচটি জিতে রেকর্ড গড়তে মরিয়া স্বাগতিকরা।বৃহস্পতিবার হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজে ফেরার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। লিটন দাস ও শেখ মাহেদীর পরিবর্তে একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
অপরদিকে এক পরিবর্তন এনেছে স্বাগতিকরা। নসথাস কেনজিগের জায়গায় একাদশে ডাক পেয়েছেন শ্যাডলি ফন শালকউইক।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোনস, আন্দ্রিয়েস গোউস, কোরি অ্যান্ডারসন, নীতিশ কুমার, আলি খান, হারমীত সিং, জেসি সিং, শ্যাডলি ফন শালকউইক ও সৌরভ নেত্রাভালকার।




















