সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনা-বাংলাদেশ সমঝোতা স্মারক সই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
আর্জেন্টিনা থেকে তেল, সয়াবিন, সানফ্লাওয়ারসহ গম আমদানি করবে বাংলাদেশ। আর বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যাবে তৈরি পোশাক। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় তাই রয়েছে।
সমঝোতা স্মারকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ঢাকা সফরে আসা আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরে সই করেন।
এ সময় উভয় দেশের তরফে জানানো হয়, আর্জেন্টিনা-বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য সম্ভাবনাময় এলাকা। পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতেও আর্জেন্টিনার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে। মঙ্গলবার এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক বাণিজ্য বিনিময় ও উন্নয়ন করার সুযোগ সৃষ্টি হবে।



















