আফগানিস্তানে লুকিয়ে থাকা আল কায়েদা এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সিনেটে জেনারেল মিলি
- আপডেট সময় : ১০:৪০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
ছবি: এপি
আফগানিস্তানে আল কায়েদার যে সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে, আগামী এক বছরের মধ্যেই তারা শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। মঙ্গলবার মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি একথা বলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মিলি।
জেনারেল মিলি সতর্ক করে বলেন, আমরা এটা নিশ্চিত যে তালেবান মুখে যা-ই বলুক না কেন, তারা যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় জড়িত আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদ করেনি। গত মাসে
আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার নিয়ে কংগ্রেসে শুনানি হয়। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাবার পর পরই তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেয়। সিনেটর এবং কমিটি লিডার লয়েড অস্টিনকে শুনানি চলাকালে জিজ্ঞাসা করেন, তালেবানের
শক্তি সম্পর্কে অনুমান করতে যুক্তরাষ্ট্র ভুল করেছিল কি না। সিনেটে তালেবানের সম্ভাব্য হুমকির বিষয়টি ওঠার পর সিনেটররা বলেন, যুক্তরাষ্ট্র এখন তালেবানকে কঠোর নজরদারির মধ্যে রাখবে।
সাক্ষ্যপ্রদানকালে মার্কিন বিদেশমন্ত্রী লয়েড অস্টিন বলেন, আফগান সেনাবাহিনীর এমন পরাজয়ে তিনি বিস্মিত হয়েছেন। আমরা ও আমাদের অংশীদাররা আফগানিস্তানের
সেনাবাহিনীকে যে প্রশিক্ষণ দিয়েছি সেটা নিমিষেই ‘নিশ্চিহ্ন হয়ে গিয়েছে’। অনেক ক্ষেত্রে একটি গুলিও করা হয়নি এটা আমাদের বিস্মিত করেছে। এর বাইরে অন্য কিছু বলে সেটা অসত্য বলা
হবে। আফগানিস্তান থেকে গোলযোগপূর্ণ মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সিনেটে দুই দিনব্যাপী শুনানি চলছে।






















