আগরতলায় শেখ মুজিবুর রহমানের নামে মুরাল নির্মাণ করা হবে
- আপডেট সময় : ০৬:৪৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৩৯৪ বার পড়া হয়েছে
আয়েশা আকতার, কুমিল্লা
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ত্রিপুরার আগলতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি মুরাল ও একটি সড়কের নাম করণের উদ্যোগ নিয়েছে আগরতলা পৌর নিগম।
শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশন মিলনাতনে আরফানুল হক রিফাত ও আগরতলা সিটি মেয়র দীপক মজুমদারের মধ্যে দ্বিপাক্ষিক মতবিনিময়কালে আগরতলায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে একটি মুরাল নির্মাণের দাবি জানাল। প্রয়োজনে নিজস্ব অর্থায়নে মুরালটি নির্মাণের কথা বলেন কুমিল্লা বলেন।
এসময় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত আগলতলায় বঙ্গবন্ধুর একটি মুরাল পৌর নিগমই স্থাপন করবে। বাংলা সংস্কৃতি বলয়ের দু’দিনের প্রথম বিশ^সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা।
সেখানে যোগ দিতে শনিবার কুমিল্লা পৌছান দীপক মজুমদার। কুমিল্লা সিটি মেয়র বলেন, আমি শেখ মুজিবের সৈনিক, এটাই আমার পরিচয়। আগলতলা ষড়যন্ত্রণ মামলার প্রধান আসামী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত আগরতলায় বঙ্গবন্ধুর নামে একটি মুরাল নির্মাণে প্রয়োজন কুমিল্লা সিটি কর্পোরেশন অর্থব্যয় করবেন। এসময় মেয়র দীপক মজুমদার জানান আগরতলা বঙ্গবন্ধুর মুরালটি আগরতলা পৌর নিগমই নির্মাণে হাত লাগাবে।
এ নিয়ে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আগরতলার পুরাতন জেলাখানা চত্বরে বাংলাদেশের অর্থায়নে একটি শহিদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।



















