অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনে থাকা পড়ুয়াদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
- আপডেট সময় : ০৮:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ২৬৪ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
হাফ অর্ধেক দাবিতে আন্দোলনে নেমেছে পড়ুয়ারা। তাদের দাবি গণপরিবহনে পড়ুয়াদের জন্য হাফ ভাড়া নির্ধারণের প্রজ্ঞাপন জারি। এই দাবি নিয়ে মাঠে নেমেছে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের পড়ুয়ারা। আর এই আন্দোলনে পড়ুয়াদের ওপর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। আন্দোলনে পড়ুয়ারা বলছেন, ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলার চালিয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির শেষ পর্যায়ে দুই দফায় এ হামলা হয়।
পড়ুয়াদের অভিযোগ, হামলার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে তর্ক শুরু করেন। এরপর কথা কাটাকাটির মধ্যেই লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করা হয়। কিছু কয়েকজন পড়ুয়া এ হামলার শিকার হয়েছেন।
তারা আরও জানান, প্রথম দফায় হামলার পর পড়ুয়ারা সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে জড়ো হলে সেখানেও আরেক দফা হামলা করে ছাত্রলীগ। এ হামলার সময় রাস্তায় স্কুল-কলেজের পোশাক পরা সব পড়ুয়াদের মারধর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে সায়েন্স ল্যাব মোড়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আমরা দু-পক্ষকেই শান্ত করে নিজ নিজ কলেজে পাঠিয়ে দিয়েছেন তারা।





















