World Ijtema : রবিবার আখেরি মোনাজাত, উত্তরা থেকে গাজীপুর রুটে যানচলাচল বন্ধ
- আপডেট সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ২০১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
রবিবার আখেরি মোনাজহাত অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমায় অংশ মুসল্লিদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকার উত্তরা আবদুল্লাহপুর থেকে গাজিপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
ঘনকুয়াশা আর তীব্র শীতেও ধর্মপ্রাণ মুসল্লির আগমন অব্যাহত রয়েছে তুরাগ তীরে। নজির গড়ে বিশে^র সর্ববৃহৎ ধর্মীয় জামাত বিশ^ইজতেমায় এবারে বিশে^র ৭০টি দেশের ৫ হাজার বিদেশি মেহমান অংশ নিয়েছেন।
ভারত থেকে প্রায় দেড় হাজার মুসল্লি বিশ^ ইজতেমায় অংশ নিয়েছেন।
আখেরি মোনাজাতে শরিক হতে শনিবার থেকেই দূরাদুরান্তের হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে সমবেত হচ্ছেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশে^র সর্ববৃহৎ ধর্মীয় জামাত বিশ^ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে রবিবার। মাঝে চারদিনের বিরতি দিয়ে ২০ জানুয়ারি দ্বিতীয় অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাতের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার উত্তরার আবদুল্লাহপুর থেকে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত ১৪ কিলোমিটার এবং আশাপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকবে। শনিবার মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।
একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুই দিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে। এছাড়াও টঙ্গী ব্রিজ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণে রাখবে পুলিশ।



















