Vijaya Dasami: আবির রাঙা উৎসবে দেবীর বিদায়
- আপডেট সময় : ০৮:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৩৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাঙালি সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছিল ১ অক্টোবর, ষষ্ঠী তিথিতে বেলতলায় আনন্দময়ীর নিদ্রাভঙ্গের বন্দনায়। দশমী তিথিতে প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হলো উৎসব।
সকালে দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন। পাশাপাশি দেবী প্রতিমার হাতে জরা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। দেওয়া হয় পুষ্পাঞ্জলি।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় ণিলেন দেবী দুর্গা। চোখে অশ্রু নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেন প্রতিমা। এর মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনের শারোদীয় উৎসবের মিলন মেলা।

বুধবার বিদায় বেলায় বিহিত পূজা, আরাধনা আর সধবা নারীর সিঁদুর খেলার আচারে মুখরিত হয় দেশের বিভিন্ন মণ্ডপ। সিঁদুরের রঙে একে অপরের গাল, কপাল রাঙিয়ে ভালোবাসা আর মেলবন্ধন গড়ে তোলেন নারীরা। করোনা মহামারির কারণে গত দুই বছর নানা বিধিনিষেধে আবদ্ধ ছিল দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সব কিছুই সারতে হয়েছে সংক্ষিপ্ত আয়োজনে। বেশিরভাগ মন্দিরেই হয়নি সিঁদুর খেলা ও বিসর্জনের শোভাযাত্রা। করোনা কমে যাওয়ায় এবার রঙিন আয়োজনে মেতে উঠেন হিন্দু ধর্মাবলম্বীরা।

ভাঙ্গলো ঘোষবাড়ির মিলন মেলা
হাওড়ার সালকিয়ায় ঘোষবাড়ি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ থেকে অপরাহ্নে বের করা বিসর্জন শোভাযাত্রা। পূজার শুরু থেকে বিজয়া দশমী পর্যন্ত ঘোষবাড়ির আঙ্গিনা ছিলো লোকেলোকারণ্য। অতিথি আপ্যায়ন, পূজা, আনন্দ-উল্লাস আর সেই সঙ্গে সম্মিলিত ভাবে গানবাজনায় মুখর ছিলো ঘোষবাড়ি। আজ বিজয়া দশমীতে ঘোষবাড়ির তরফে সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছে শিক্ষাবিদ-গবেষক ড. বিরাজলক্ষী ঘোষ।























