ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

Training of women entrepreneurs : ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১০:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ২৮৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

নারী উদ্যোক্তাদের জন্য এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করে ঢাকায় ভারতীয় হাইকশিন। এই উদ্যোগকে এক কথায় বৈপ্লবিক বলা যায়। ই-কমার্স প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) সহযোগিতায় নারী উদ্যোক্তাদের ‘অ্যাবাউট সফট স্কিল প্রশিক্ষণ’ শনিবার ঢাকার ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের নানা প্রান্ত থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ নেন। আর অনলাইনে যুক্ত ছিলেন ৬০০ জন শিক্ষার্থী। যারা ‘উই’ সাবস্ক্রাইবার ও ‘উই’-এর উদ্যোক্তা আছেন, তাদের সবার জন্য এই ট্রেনিংয়ের আয়োজন করা হয়।

গত বছরের ১ সেপ্টেম্বর ‘অল অ্যাবাউট সফট স্কিলস’ শীর্ষক এই প্রশিক্ষণ সিরিজ উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

পুরো আয়োজনে সহযোগিতায় রয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন, আইসিটি ডিভিশন, সিল্কওক গ্লোবাল লিমিটেডের সিইও ও উই-এর অ্যাডভাইজার সৌম্য বসু।

নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে ‘উই’-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা স্বাগত বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে যা শিখছেন, উই-এর গ্রুপে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।

তিনি বলেন, আমরা পৃথিবীকে নারী উদ্যোক্তাদের সফলতার গল্প জানাতে চাই। একইসঙ্গে তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগও করে দিতে চাই। সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মিরপুর থেকে এসেছিলেন আইরিন আক্তার অ্যানি। ‘আইরিন কুকিং এন্ড বেক’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে অনলাইন বিজনেস করছেন। অ্যানি বলেন, ‘আমরা যেহেতু অনলাইন বিজনেস করি, তাই ইন্টারনেট সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকাটা খুবই জরুরি। ‘উই’ প্লাটফর্ম-এর মাধ্যমে ট্রেনিংয়ে যোগ দিয়ে সেই ধারণাটা নিতে পারছি।

ট্রেনিংয়ে ইন্টারনেট ব্যবহার করে কীভাবে সহজে ব্যবসা করা যায়, সে বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। একইসঙ্গে গ্রাহকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে প্রতিবন্ধকতা ছাড়া যোগাযোগ করা যায়, সে বিষয়েও বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন তাসনিয়া আলম নামে এক নারী উদ্যোক্তা, তিনি ফেসবুকের মাধ্যমে খাবারের ব্যবসা করছেন। ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছেন জানিয়ে বলেন, উই-এর মাধ্যমে সফট স্কিলের ক্লাসগুলো করছি। ক্লাসগুলোর মাধ্যমে ই-মেইলের মাধ্যমে কীভাবে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা শিখছি।

ট্রেনিংয়ের ক্লাসগুলো নিচ্ছে দক্ষ ট্রেইনাররা। ট্রেনিংয়ে মোট ১২টি ক্লাস রয়েছে। ট্রেনিং অংশগ্রহণকারী উদ্যেক্তারা প্রতি মাসে একটি করে ক্লাস করতে পারবেন। একইসঙ্গে সব ক্লাস করার পর তারা সার্টিফিকেট পাবেন।

উদ্যোক্তারা যেন তাদের উদ্যোগগুলো নিয়ে ভালোভাবে কথা বলতে পারেন, তাদের উদ্যোগকে ভালোভাবে ফুটিয়ে তোলা, তাদের উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা, এই বিষয়গুলো সফলভাবে শিখতে পারবেন এই সফট স্কিল ট্রেনিংয়ে অংশ নিয়ে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Training of women entrepreneurs : ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

আপডেট সময় : ১০:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

নারী উদ্যোক্তাদের জন্য এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণের আয়োজন করে ঢাকায় ভারতীয় হাইকশিন। এই উদ্যোগকে এক কথায় বৈপ্লবিক বলা যায়। ই-কমার্স প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) সহযোগিতায় নারী উদ্যোক্তাদের ‘অ্যাবাউট সফট স্কিল প্রশিক্ষণ’ শনিবার ঢাকার ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের নানা প্রান্ত থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ নেন। আর অনলাইনে যুক্ত ছিলেন ৬০০ জন শিক্ষার্থী। যারা ‘উই’ সাবস্ক্রাইবার ও ‘উই’-এর উদ্যোক্তা আছেন, তাদের সবার জন্য এই ট্রেনিংয়ের আয়োজন করা হয়।

গত বছরের ১ সেপ্টেম্বর ‘অল অ্যাবাউট সফট স্কিলস’ শীর্ষক এই প্রশিক্ষণ সিরিজ উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

পুরো আয়োজনে সহযোগিতায় রয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন, আইসিটি ডিভিশন, সিল্কওক গ্লোবাল লিমিটেডের সিইও ও উই-এর অ্যাডভাইজার সৌম্য বসু।

নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে ‘উই’-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা স্বাগত বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে যা শিখছেন, উই-এর গ্রুপে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।

তিনি বলেন, আমরা পৃথিবীকে নারী উদ্যোক্তাদের সফলতার গল্প জানাতে চাই। একইসঙ্গে তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগও করে দিতে চাই। সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মিরপুর থেকে এসেছিলেন আইরিন আক্তার অ্যানি। ‘আইরিন কুকিং এন্ড বেক’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে অনলাইন বিজনেস করছেন। অ্যানি বলেন, ‘আমরা যেহেতু অনলাইন বিজনেস করি, তাই ইন্টারনেট সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকাটা খুবই জরুরি। ‘উই’ প্লাটফর্ম-এর মাধ্যমে ট্রেনিংয়ে যোগ দিয়ে সেই ধারণাটা নিতে পারছি।

ট্রেনিংয়ে ইন্টারনেট ব্যবহার করে কীভাবে সহজে ব্যবসা করা যায়, সে বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। একইসঙ্গে গ্রাহকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে প্রতিবন্ধকতা ছাড়া যোগাযোগ করা যায়, সে বিষয়েও বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন তাসনিয়া আলম নামে এক নারী উদ্যোক্তা, তিনি ফেসবুকের মাধ্যমে খাবারের ব্যবসা করছেন। ফেসবুকের মাধ্যমে ব্যবসা করছেন জানিয়ে বলেন, উই-এর মাধ্যমে সফট স্কিলের ক্লাসগুলো করছি। ক্লাসগুলোর মাধ্যমে ই-মেইলের মাধ্যমে কীভাবে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা শিখছি।

ট্রেনিংয়ের ক্লাসগুলো নিচ্ছে দক্ষ ট্রেইনাররা। ট্রেনিংয়ে মোট ১২টি ক্লাস রয়েছে। ট্রেনিং অংশগ্রহণকারী উদ্যেক্তারা প্রতি মাসে একটি করে ক্লাস করতে পারবেন। একইসঙ্গে সব ক্লাস করার পর তারা সার্টিফিকেট পাবেন।

উদ্যোক্তারা যেন তাদের উদ্যোগগুলো নিয়ে ভালোভাবে কথা বলতে পারেন, তাদের উদ্যোগকে ভালোভাবে ফুটিয়ে তোলা, তাদের উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা, এই বিষয়গুলো সফলভাবে শিখতে পারবেন এই সফট স্কিল ট্রেনিংয়ে অংশ নিয়ে।