ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

Train through Padma bridge :  ২০২৩ সালে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ৩৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

আমিনুল হক

বিপ্লব বসত করে যেখানে। এখন আর বাংলাদেশ স্বপ্ন দেখে না। স্বপ্ন বাস্তবায়ন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় উন্মত্ত পদ্মার বুকে অর্থনীতির ‘শঙ্কচিল’ পদ্মা সেতুই তার প্রমান। বিশ্ব তাকিয়ে বাংলাদেশের এই সফলতায়। এবারে আরও একটি বিপ্লব শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে। আর তা হলো পদ্মা সেতুতে রেলপথ বসানোর কাজ। এ নিয়ে শনিবার সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেখানে রেলপথ বসানোর কাজ শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার মাওয়া প্রান্তে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা জানালেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে আমরা পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরুর আশা করছি। তবে এনিয়ে সেতু কর্তৃপক্ষের সঙ্গে রেলপথ মন্ত্রকের বৈঠক হবে।  সেখানেই সিদ্ধান্ত জানানো হবে কবে থেকে রেল লাইন বসানোর কাজ শুরু করবো। ২০২৩ সালের জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নতুন লাইনে ট্রেন চালানো সম্ভব হবে বলেও জানালেন রেলপথ মন্ত্রী।

এসময় রেলপথ মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে নিজস্ব অর্থায়নে আমাদের গর্বের পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। এই সেতুতে রেল সংযোগের ব্যবস্থা প্রধানমন্ত্রীই করেছেন। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সরকারের দশটি অগ্রাধিকার প্রকল্পের একটি। এটি ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হচ্ছে। এই মেগা প্রকল্পের কাজ ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

সফলভাবে দ্রুত বাস্তবায়নের লক্ষে প্রকল্পকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয়ত ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। বিভিন্ন অংশের কাজের অগ্রগতি তুলে ধরে রেলপথ মন্ত্রী বলেন, মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি ৮০ শতাংশ, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি ৬০ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর সেকশনের কাজের অগ্রগতি ৫১ শতাংশ এবং সার্বিক কাজের অগ্রগতি ৬০ শতাংশ।

ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেললাইন নির্মিত হলে ঢাকা ফরিদপুর রাজবাড়ী হয়ে খুলনা, যশোর, দর্শনা, বেনাপোল পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হবে। এছাড়া খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন যে লাইনটি এ বছরের ডিসেম্বর নাগাদ চালু হয়ে যাবে। ফলে মংলা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসানসহ কনসালটেন্সি সুপারভিশন সার্ভিসের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Train through Padma bridge :  ২০২৩ সালে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে

আপডেট সময় : ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

ছবি সংগ্রহ

আমিনুল হক

বিপ্লব বসত করে যেখানে। এখন আর বাংলাদেশ স্বপ্ন দেখে না। স্বপ্ন বাস্তবায়ন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় উন্মত্ত পদ্মার বুকে অর্থনীতির ‘শঙ্কচিল’ পদ্মা সেতুই তার প্রমান। বিশ্ব তাকিয়ে বাংলাদেশের এই সফলতায়। এবারে আরও একটি বিপ্লব শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে। আর তা হলো পদ্মা সেতুতে রেলপথ বসানোর কাজ। এ নিয়ে শনিবার সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেখানে রেলপথ বসানোর কাজ শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার মাওয়া প্রান্তে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে এসে এসব কথা জানালেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে আমরা পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরুর আশা করছি। তবে এনিয়ে সেতু কর্তৃপক্ষের সঙ্গে রেলপথ মন্ত্রকের বৈঠক হবে।  সেখানেই সিদ্ধান্ত জানানো হবে কবে থেকে রেল লাইন বসানোর কাজ শুরু করবো। ২০২৩ সালের জুনের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নতুন লাইনে ট্রেন চালানো সম্ভব হবে বলেও জানালেন রেলপথ মন্ত্রী।

এসময় রেলপথ মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে নিজস্ব অর্থায়নে আমাদের গর্বের পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। এই সেতুতে রেল সংযোগের ব্যবস্থা প্রধানমন্ত্রীই করেছেন। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সরকারের দশটি অগ্রাধিকার প্রকল্পের একটি। এটি ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হচ্ছে। এই মেগা প্রকল্পের কাজ ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

সফলভাবে দ্রুত বাস্তবায়নের লক্ষে প্রকল্পকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয়ত ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত। বিভিন্ন অংশের কাজের অগ্রগতি তুলে ধরে রেলপথ মন্ত্রী বলেন, মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি ৮০ শতাংশ, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি ৬০ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর সেকশনের কাজের অগ্রগতি ৫১ শতাংশ এবং সার্বিক কাজের অগ্রগতি ৬০ শতাংশ।

ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেললাইন নির্মিত হলে ঢাকা ফরিদপুর রাজবাড়ী হয়ে খুলনা, যশোর, দর্শনা, বেনাপোল পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হবে। এছাড়া খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন যে লাইনটি এ বছরের ডিসেম্বর নাগাদ চালু হয়ে যাবে। ফলে মংলা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসানসহ কনসালটেন্সি সুপারভিশন সার্ভিসের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।