Sheikh Hasina : শিলিগুড়ি থেকে ডিজেল ও কুশিয়ার জল পাবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৫৪৪ বার পড়া হয়েছে
প্রদানমন্ত্রী শেখ হাসিনা : ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
জ্বালানি সংকটের কথা তুলে ধরে বাংলাদেশের প্রদানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল নেবে বাংলাদেশ। শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল নেওয়া হলে ঢাকার সাশ্রয় হবে।
১৩১.৫৭ কিলোমিটার পাইপলাইনের বাংলাদেশ অংশে ১২৬.৫৭ এবং ভারতের অংশে ৫ কিলোমিটার পাইপলাইন ভারত সরকারের অর্থায়নে নির্মাণ কাজ এগিয়ে চলছে। ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ৫-৮ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর জলবণ্টন, মানবপাচার রোধসহ ইত্যাদি অগ্রাধিকার পায়।
দ্বিপক্ষীয় বৈঠকের পর অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক জল প্রত্যাহারসহ প্রতিবেশী ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই প্রধানমন্ত্রী দুদেশের যৌথ উদ্যোগে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। সফরকালে যৌথ বিবৃতিতে ভারত বাংলাদেশি পণ্য তৃতীয় কোনো দেশে রফতানির জন্য ফ্রি ট্রানজিটের প্রস্তাব দেয়। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার করেন।




















