Sheikh Hasina : দেশে অনির্বাচিত সরকার আসলে সংবিধান অশুদ্ধ হবে , বইমেলার উদ্বোধন করে শেখ হাসিনা
- আপডেট সময় : ০৯:৩৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
জরুরী সরকারের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। যদি দুই বছরের জন্য অনির্বাচিত সরকার আসে তাহলে সংবিধান অশুদ্ধ হবে। দেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করার অনেক রকম চক্রান্ত হচ্ছে, জনগণকে সতর্ক থাকতে হবে
মহামারীর কারণে গত দুই বছর সশরীরে মেলায় আসতে পারেননি শেখ হাসিনা। এবার তাই মেলায় এসে তিনি ছিলেন উচ্ছ্বসিত। ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন
অনলাইন ডেস্ক
বাঙালির অংহকারের অমর একুশে বইমেলার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেলছেন, সাহিত্যচর্চার প্রসার ঘটলে যুবসমাজ মাদক ও জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না। বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও পরিচিত করাতে অনুবাদের ওপর জোর দিতে হবে, আমি চাই বিদেশিরা বাংলা ভাষা সম্পর্কে আরও বেশি করে জানুক।
বুধবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে খুব জ্ঞানী-বিজ্ঞানী আছেন। তাদের মুখে শুনলাম, দু-চার বছরের জন্য যদি অনির্বাচিত সরকার আসে, তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।
কারা এগুলো বলেন, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনির্বাচিত সরকার তো আপনারা দেখেছেন। এখানের ছাল ওখানে নিয়ে নানাভাবে দল করার চেষ্টা করেন, রাজনৈতিক নেতাদের খারাপভাবে উপস্থাপন করে অপকর্মের চেষ্টাও করেছেন।
শেখ হাসিনা বলেন, মহাভারত অশুদ্ধ হবে না, অশুদ্ধ হবে আমাদের সংবিধান। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এবং তৎপরবর্তী বঙ্গবন্ধুর দেওয়া সংবিধান, অনির্বাচিত সরকার এলে সেটি অশুদ্ধ হবে।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা এবং পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি আরিফুর রহমান ছোটন বক্তব্য রাখেন।
মহামারীর কারণে গত দুই বছর সশরীরে মেলায় আসতে পারেননি শেখ হাসিনা। এবার তাই মেলায় এসে তিনি ছিলেন উচ্ছ্বসিত। ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।
শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং একুশের অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্যের পরিচিতি বৃদ্ধির জন্য বাংলা একাডেমির উদ্যোগে দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের নিয়ে আন্তর্জাতিক সাহিত্যমেলা বা সাহিত্য সম্মেলন আয়োজন করতে হবে। বইপড়ার অভ্যাস বৃদ্ধির জন্য সারাদেশে আঞ্চলিক সাহিত্যমেলা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, পরিবর্তিত বই-বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের অডিও বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করা উচিত। একই সঙ্গে বাংলা ভাষায় রচিত গুরুত্বপূর্ণ বইপত্র ইংরেজিসহ উল্লেখযোগ্য বিদেশি ভাষায় অনুবাদের ব্যবস্থা করতে হবে।



















