Sheikh Hasina: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন
- আপডেট সময় : ০৯:৫৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ২১১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে দলীয় ও অঙ্গসংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রয়েছে, বুধবার বিকাল ৩টায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।
এছাড়াও কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার বিভিন্ন বৌদ্ধ বিহার, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
একই দিনে ঢাকাসহ সারাদেশে সব সহযোগী সংগঠন আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে। কর্মসূচি উদযাপনে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের নেতাকর্মী, সমর্থক এবং জনগণের প্রতি দলের তরফে আহ্বান জানান হয়েছে।





















