Rohingya issue : রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকায় ৫৬ ভাগ বাংলাদেশি অসন্তুষ্ট
- আপডেট সময় : ০৭:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ২২৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ‘সেণ্টার ফর জেনোসাইড স্টাডিজ’ বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে চালানো জরিপে বলা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকায় ৫৬ শতাংশ বাংলাদেশি অসন্তুষ্ট। আর বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে বাংলাদেশ ও চীন সম্পর্কে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এমনটি মনে করেন ৩৩ শতাংশ। চীনা উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ৩৯ শতাংশ লোক ভালো বলে মত দিয়েছেন। জরিপে বাংলাদেশের ৫ হাজার ২০০ লোকের মতামত নেয়া হয়েছে।
তারা বাংলাদেশ ও চীন সম্পর্কে মতামত দেন। বাংলাদেশের অন্যতম বোঝ হয়ে ওঠেছে আশ্রিত রোহিঙ্গারা। রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে ৫৬ শতাংশ বাংলাদেশি সন্তুষ্ট নন মতামত দিয়েছেন। ২ শতাংশ লোক মনে করেন রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা খুবই ভালো। ৬ শতাংশ লোকের মতামত চীনের ভূমিকা ভালো। ১৬ শতাংশ লোক এ বিষয়ে কিছু জানেন না। ১৩ শতাংশ লোক মনে করেন এ ক্ষেত্রে চীনের ভূমিকা সামান্য।
বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে দু’দেশের সম্পর্ক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কি না বিষয়ে ৪৬ শতাংশ লোক তারা এ বিষয়ে কিছু জানেন না। ৩৩ শতাংশ লোক হ্যাঁ সূচক মতামত দিয়েছেন। ১৮ শতাংশ লোক মনে করেন হতে পারে। আর ৩ শতাংশ লোক না সূচক মতামত দিয়েছেন। বাংলাদেশের ৪৩ শতাংশ লোক উচ্চ শিক্ষার জন্য তাদের সন্তানদের চীনে পাঠাতে আগ্রহী। ২৫ শতাংশ লোক পাঠানো যেতে পারে বলে মতামত দিয়েছেন। ২৪ শতাংশ লোক পাঠাতে আগ্রহী নন। আর ৮ শতাংশ লোকের এ বিষয়ে জানেন না বলে মত দিয়েছেন।
৭৪ শতাংশ লোক মতামত দিয়েছেন, বাংলাদেশে থাকা চীনা নাগরিকরা কঠোর পরিশ্রমী। ৩৬ শতাংশ লোক মত দিয়েছেন, তারা বন্ধুত্বপূর্ণ এবং ২৪ শতাংশ লোক মত দিয়েছেন তারা শান্তিকামী। বাণিজ্যিক অংশীদার এ বিষয়ে ৬১ শতাংশ লোক ইতিবাচক হিসেবে দেখেন। ২১ শতাংশ কোনো মতামত দেয়নি এবং ৮ শতাংশ লোক নেতিবাচক ভাবে দেখেন। ১০ শতাংশ লোক এ বিষয়ে কোনো কিছু জানেন না। চীনা উচ্চ শিক্ষা ব্যবস্থা নিয়ে ১৭ শতাংশ লোক খুব ভালো মতামত দিয়েছেন। ৩৯ শতাংশ লোক ভালো বলেছেন। ২৭ শতাংশ লোক মতামত থেকে বিরত রয়েছেন এবং ১৫ শতাংশ লোকের চীনা উচ্চ শিক্ষা নিয়ে কোনো ধারণা নেই।



















