ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেঘনা পারে উৎসবের আমেজ: মধ্য রাতে নদীতে নামেন উপকূলের জেলেরা চিড়িয়াখানার প্রাণিদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা গাজা উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার ভয়ঙ্কর রূপ নিচ্ছে জীবিত মানুষের কবরস্থান : বিধ্বস্ত গাজায় বেঁচে থাকার লড়াই বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী জেরাল্ড  আর ফোর্ড ক্যারিবিয়ানে ৫১তম অঙ্গরাজ্যের বিতর্কে ফের আমেরিকা–ইসরায়েল সম্পর্ক পক্ষপাতদুষ্ট চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই : জ্বালানি উপদেষ্টা মুম্বাইয়ে ট্রান্সজেন্ডার ধৃত নারী,  অভিযুক্ত মানবপাচার-জাল নথি তৈরি ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের: প্রেসসচিব

public transport  : অবশেষে ওঠছে ওয়ে বিল, চেকার খড়গ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ২৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকা মহনগরের অধিকাংশ গণপরিবহনের চেহারা দেখলে সেখানে ওঠার ইচ্ছে না। তারপরও উপায়হীন নাগরিক সেই লক্কঝক্কর বাসেই চলাচল করতে বাধ্য হচ্ছেন। তেল চিটচিটে বাসের সিট কভার। তাই যত ফ্যাশান বাস মালিকদের। এসব বাসে যাত্রী সংখ্যা কত, চালকের সহযোগিরা ভাড়া করে ঠিক মত হিসেব দিচ্ছে কিনা তা দেখার জন্য ওয়েল বিল াার চেকার রয়েছে। অথচ এসব চেকাররা যাত্রী দেখে ওয়েল বিলে সই করে নেমে যাবার সময় উৎকোচ নিয়ে নেমে পড়েন। বাসের মালিক সর্ষে চাষে ভূত লালনপালন করেন।

এবারে এসব প্রথা বাতিল করলো স্বয়ং মালিক পক্ষ। তাদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বুধবার এক বৈঠকে সিদ্ধান্ত নিলেন, এক স্টপেজ থেকে বাস ছেড়ে পরের স্টপেজ পর্যন্ত দরজা বন্ধ তাকবে। ঢাকার বিভিন্ন রুটের বাসে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার কথা জানিয়ে মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন এসব গাড়িতে এখন থেকে ‘ওয়ে বিল’ প্রচলন বন্ধ থাকবে এবং ‘চেকার’ প্রথাও বিলুপ্ত করা হবে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আট মাসের মধ্যে গত শনিবার ডিজেলসহ চার ধরনের জ্বালানি তেলের দাম ৫২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।

ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বাড়ানোর কারণে সেদিন রাতেই নতুন হারে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আসে। নতুন ভাড়া নির্ধারণ করা হলেও রবিবার থেকে রাজধানীর বাসগুলোতে অনেক বেশি হারে ভাড়া বাড়ানোর অভিযোগ আসে। লাগাম টানতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোবাইল কোর্ট মাঠে নামে।

উল্লেখ্য, ‘ওয়ে বিল’ ও ‘চেকার’ প্রথার নামে স্বল্প দূরত্বেও অনেক বেশি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কর্মীদের বচসার ঘটনা ঘটে। এর প্রেক্ষাপটে দীর্ঘদিন থেকে রাজধানীর গণপরিবহনে আলোচিত ওয়ে বিল প্রথা বন্ধের সিদ্ধান্ত নিল বাস মালিক সমিতি।

দীর্ঘদিন থেকে বাসগুলো সরকারি নির্দেশনা অমান্য করে মালিকদের নির্ধারণ করা নির্দিষ্ট স্থান পরপর ‘চেক পয়েন্ট’ অনুসারে ভাড়া আদায় করে আসছিলো।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

public transport  : অবশেষে ওঠছে ওয়ে বিল, চেকার খড়গ

আপডেট সময় : ০৮:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২

ছবি সংগ্রহ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকা মহনগরের অধিকাংশ গণপরিবহনের চেহারা দেখলে সেখানে ওঠার ইচ্ছে না। তারপরও উপায়হীন নাগরিক সেই লক্কঝক্কর বাসেই চলাচল করতে বাধ্য হচ্ছেন। তেল চিটচিটে বাসের সিট কভার। তাই যত ফ্যাশান বাস মালিকদের। এসব বাসে যাত্রী সংখ্যা কত, চালকের সহযোগিরা ভাড়া করে ঠিক মত হিসেব দিচ্ছে কিনা তা দেখার জন্য ওয়েল বিল াার চেকার রয়েছে। অথচ এসব চেকাররা যাত্রী দেখে ওয়েল বিলে সই করে নেমে যাবার সময় উৎকোচ নিয়ে নেমে পড়েন। বাসের মালিক সর্ষে চাষে ভূত লালনপালন করেন।

এবারে এসব প্রথা বাতিল করলো স্বয়ং মালিক পক্ষ। তাদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বুধবার এক বৈঠকে সিদ্ধান্ত নিলেন, এক স্টপেজ থেকে বাস ছেড়ে পরের স্টপেজ পর্যন্ত দরজা বন্ধ তাকবে। ঢাকার বিভিন্ন রুটের বাসে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার কথা জানিয়ে মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন এসব গাড়িতে এখন থেকে ‘ওয়ে বিল’ প্রচলন বন্ধ থাকবে এবং ‘চেকার’ প্রথাও বিলুপ্ত করা হবে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আট মাসের মধ্যে গত শনিবার ডিজেলসহ চার ধরনের জ্বালানি তেলের দাম ৫২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।

ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বাড়ানোর কারণে সেদিন রাতেই নতুন হারে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আসে। নতুন ভাড়া নির্ধারণ করা হলেও রবিবার থেকে রাজধানীর বাসগুলোতে অনেক বেশি হারে ভাড়া বাড়ানোর অভিযোগ আসে। লাগাম টানতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোবাইল কোর্ট মাঠে নামে।

উল্লেখ্য, ‘ওয়ে বিল’ ও ‘চেকার’ প্রথার নামে স্বল্প দূরত্বেও অনেক বেশি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কর্মীদের বচসার ঘটনা ঘটে। এর প্রেক্ষাপটে দীর্ঘদিন থেকে রাজধানীর গণপরিবহনে আলোচিত ওয়ে বিল প্রথা বন্ধের সিদ্ধান্ত নিল বাস মালিক সমিতি।

দীর্ঘদিন থেকে বাসগুলো সরকারি নির্দেশনা অমান্য করে মালিকদের নির্ধারণ করা নির্দিষ্ট স্থান পরপর ‘চেক পয়েন্ট’ অনুসারে ভাড়া আদায় করে আসছিলো।