Prime Minister Sheikh Hasina : দুই দিনের সফরে গোপালগঞ্জ গেলেন শেখ হাসিনা
- আপডেট সময় : ১০:৩৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২৮১ বার পড়া হয়েছে
দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৮টা নাগাদ সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী।
সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ প্রার্থনায় অংশ নেবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর খুলনায় যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতি যাপন করবেন। শনিবার সকালে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
এদিন ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



















