POWER : মিতব্যয়ী হতে পরিস্থিতি বাধ্য করেছে, শেখ হাসিনা
- আপডেট সময় : ০৮:১৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ২৭৪ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ এবং একে অন্যের ওপর নির্ভরশীল। এটি উপলব্ধি করা উচিত। বিশ্বব্যাপী চলমান মন্দার অভিঘাত বাংলাদেশেও পড়বে সেটাই স্বাভাবিক। বর্তমান বিশ্বপরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং করোনাভাইরাসের কারণে মিতব্যয়ী হতে হচ্ছে। আমদানি ও পরিবহনের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আকাশছোঁয়া মূল্যস্ফীতি চলছে। এ অবস্থায় আমাদের কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে। তার মানে এই নয় দেশের মানুষ বিদ্যুৎ পাবে না।
সকলে বিদ্যুৎ পাচ্ছে এবং পাবে। সেক্ষেত্রে সবাইকে একটু মিতব্যয়ী হতে হবে। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘দেশবাসী বিদ্যুৎ পাবেন কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কভিড-১৯ মহামারির ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি খাতে কঠোরতা দেখাতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকার বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে।
এর আগে গত বছরের ১০ অক্টোবর, প্রথম ইউনিটে চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করেছিলেন তিনি। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৩ সালে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে। রূপপুর প্রকল্পটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার যার ৯০ শতাংশ রাশিয়ার অর্থায়ন।



















