pangas fish : ইলিশ কম হলেও পাঙ্গাস মাছে সয়লাব মৎস্য আড়ৎ
- আপডেট সময় : ০১:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে
ইলিশের বদলে নদীতে ধরা পড়ছে ঝাঁক ঝাঁকে পাঙ্গাশ মাছ ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাাকা
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের পর নদ-নদী প্রায় কুশায়াচ্ছন্ন। আর কুশায়াশা দেখা দিলেই পাঙ্গালের পাল উজিয়ে আসে। তখন ঝাকে ঝাকে পাঙ্গাস ধরা পড়ে মৎস্যজীবীর জালে। এখন পাঙ্গাস মাছে সয়লাব বরিশাল ও চাঁদপুরসহ বিভিন্ন নদী পারের মোকামৎস্য আড়তে ছবি সংগ্রহ মগুলো।
ইলিশের প্রজনন নিরাপদ এবং মা ইলিশ রক্ষায় ২২দিনের নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগর-নদীনে মাছ শিকারে নামের হাজারো মৎস্যজীবী। প্রথম থেকেই ইলিশের বদলের জাল ভরে আসে পাঙ্গাস। নদীর পাঙ্গাসের খ্যাতিই আলাদা। মুখ লাল ও অনেকটা গোলাকার আকৃতির পাঙ্গল সুস্বাদু। এ কারণে বাজারে চাহিদাও বেশ।
তবে ইলিশের বদলে পাঙ্গাশ মাছ পেলেও মৎস্যজীবীরা দারুণ খুশি। তারা বলছেন, দীর্ঘ সময় পর নদীতে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাশ পাচ্ছেন। নদীর এই পাঙ্গাশের চাহিদাও বেশি। পাঙ্গাশ বিক্রি করে অনেকেই কাঙ্ক্ষিত অর্থ উপার্জন হচ্ছে।























