Nayana : শৌচাগারে পড়েছিল তরুণী পরিচালকের দেহ
- আপডেট সময় : ১১:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে
শরীরে একাধিক আঘাতের চিহ্ন, মৃত্যু ঘিরে এখনও রহস্য
চার বছর আগে ঘরের শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছিল তরুণী পরিচালকের দেহ। এখনও তার মৃত্যুর রহস্য উদঘাটন করা যায়নি
সংবাদ সংস্থা
২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি। ভাড়াবাড়ি থেকে এক তরুণীর দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনীভূত হল। তরুণীর দেহ উদ্ধার করা হয়েছিল, তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। মাত্র ২৮ বছর বয়সে তরুণী পরিচালকের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল মালয়ালম ছবির দুনিয়া।
নয়না সূর্য। মালয়ালম ছবির দুনিয়ায় যা এখনও এক রহস্য। ৪ বছর পরও এই মৃত্যুর কিনারা হয়নি। তরুণী পরিচালক আত্মহত্যা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছিল পুলিশ। কিন্তু, সম্প্রতি পরিচালকের বন্ধুরা দাবি করেছেন যে, তাঁকে খুন করা হয়েছে।
তরুণীর বন্ধুদের এই চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন তদন্তকারীরা। নতুন করে নয়নার মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। তিরুঅনন্তপুরমের আলথারা নগরে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন নয়না। ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি সেই বাড়িরই শৌচাগার থেকে নয়নার দেহ উদ্ধার করেছিলেন বন্ধুরা।
পুলিশ সূত্রের খবর, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি মায়ের সঙ্গে আধ ঘণ্টা ফোনে কথা বলেছিলেন নয়না। পরের দিন তার দেহ উদ্ধার করা হয়। ২৩ তারিখ নয়নার সঙ্গে যোগাযোগ করেছিলেন বন্ধুরা। কিন্তু দীর্ঘ ক্ষণ ফোনে না পেয়ে বাড়িতে যান বন্ধুরা। তার পর ডাকাডাকি করেও সাড়া মেলেনি। এর পরই দরজা ভেঙে নয়নার দেহ উদ্ধার করা হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছিল, হতাশায় ভুগছিলেন নয়না। সে কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশের তরফে দাবি করা হয়েছিল, নয়না মধুমেহ রোগে আক্রান্ত ছিলেন। ঘরের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। কিন্তু মৃত্যুর কিনারা করতে সে ভাবে জুতসই তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি পুলিশ।
নয়নার মৃত্যুর সময়টিও তাৎপর্যপূর্ণ। ওই বছরের ১৪ জানুয়ারি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় মালয়ালম ছবির পরিচালক লেনিন রাজেন্দ্রনের। ঘটনাচক্রে, লেনিনের সহকারী পরিচালক হিসাবে প্রায় ১০ বছর ধরে কাজ করেছিলেন নয়না। লেনিনের মৃত্যুর এক মাসের ব্যবধানে নয়নার দেহ উদ্ধারের ঘটনা ভিন্ন মাত্রা পায়।
লেনিনের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ করার পাশাপাশি নিজেও ছবির পরিচালনা করেছেন নয়না। এ ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি।

নয়নার মৃত্যুর রহস্যের কিনারা করতে বিশেষ দল তৈরি করেছে ক্রাইম ব্রাঞ্চ। তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার সিএইচ নাগরাজু জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। সত্যিই কি খুন করা হয়েছিল নয়নাকে? না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ? যদি খুনই হন নয়না, তা হলে কে সেই আততায়ী? কেনই বা নয়নাকে খুন করা হল? এমন হাজারো প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে তদন্তকারীরা।
নয়নার মৃত্যুর রহস্যের কিনারা করতে বিশেষ দল তৈরি করেছে ক্রাইম ব্রাঞ্চ। তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার সিএইচ নাগরাজু জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হবে।



















