mass hunger strike : প্রতিশ্রুতি বাস্তবায়নে গণঅণশন
- আপডেট সময় : ০৯:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ২৪১ বার পড়া হয়েছে
শনিবার শাহবাগে পালন করেছে হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্যপরিষদ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
প্রতিশ্রুতি বাস্তবায়নে গণঅনশন পালন করেছে হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্যপরিষদ। পরিষদের নেতারা জানান, বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রক, হিন্দু ফাউণ্ডেশন ও কমিশন গঠনসহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলো আওয়ামী লীগ। কিন্তু দীর্ঘ দিনেও তা বাস্তায়ন হয়নি।
শনিবার শাহবাগ সড়ক দ্বীপে লম্বা সামিয়ানা টাঙ্গিয়ে সেখানে অবস্থান নেন বিভিন্ন স্থান থেকে আসা ঐক্যপরিষদের নেতাকর্মীরা। প্রখর খড়তাপ মাথায় নিয়ে উত্তপ্ত মাটিতেই বসে পড়েন নারী-পুরুষের দল। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিলও আসতে দেখা গেল। তাদের হাতে ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে।
আয়োজকরা জানান, তাদের নতুন কোন দাবি নেই। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে সংখ্যালগু সম্প্রদায় যে দাবিগুলোর প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়নের তাগিদ দিতেই হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দিনব্যাপী এই গণঅনশনের আয়োজন করে। দাবিগুলোর মধ্যে সংখ্যালঘু মন্ত্রক, ফাউণ্ডেশন এবং একটি কমিশন গঠনের পাশাপাশি দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ ইত্যাদি। তারা আরও বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি গোচরে আনতেই শাহবাগে তাদের গণঅনশনে বসা।
তারা আরও বলেন স্বাধীন বাংলাদেশের জন্য কোন ধর্ম নয়, প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। দেশমাতৃকার জন্য প্রাণ উৎসর্গ করেছেন। বহু মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। সেখানে সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন মোটেই ভালো চোখে দেখায় না। বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গণঅনশন স্থলে এসে ঐক্যমত পোষণ করে বলেন, সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দাবিগুলো বাস্তবায়ন তেমন কোন সমস্যা হবার নয়।





















