সংবাদ শিরোনাম ::
Mahashtami : : মহাষ্টমী ও কুমারী পূজা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ২১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আজ মহাষ্টমী সকালে মণ্ডপে শুরু হয়েছে অষ্টমী বিহিত পূজা। ষোড়শ উপাচারে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। অতিমারী পেরিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয়েছে কুমারী পূজার। বেলা ১১টায় পূজা অনুষ্ঠিত হবে। তাই সকাল থেকে ভক্তদের ভিড়ে মুখর রামকৃষ্ণ মিশন।
কুমারী পুজোর সময় দেবী দুর্গার ন’টি রূপের কথা মাথায় রেখে ন’টি মেয়েকে সাজানো হয়। তাদের খাওয়ানো হয়। পরানো হয় লাল চুড়ি। দেওয়া হয় নারকেল, চাল এবং সামর্থ্য মত অর্থ।
কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই উদযাপন দুর্গোৎসব উদযাপন হচ্ছে।
অষ্টমীতে রঙ বেঙয়ের পোশাক পরে মণ্ডপে মণ্ডপে হাজির হচ্ছে ভক্তরা। মণ্ডপের সংখ্যাও বেড়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে চোখে পড়ার মত। বাংলাদেশে ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। ঢাকা মহানগরে রয়েছে ২৪১টি পূজা মণ্ডপ।



















