ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ

Lac-shrimp, Rupchanda  : সাগরে কম মিলছে লাক্ষা-চিংড়ি, রুপচাঁদা-রিঠা মাছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ২০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

সাগরে আগের মত আর মিলছে না, লাক্ষা, চিংড়ি, রুপচাঁদা ও রিঠা মাছ। সাগরের এসব সুস্বাদু মাছ কমে কথা বলছেন মৎস্য অধিদপ্তরও। বার্ষিক মৎস্য পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে একথা বলছে অধিদপ্তর। ট্রলারমালিকেরাও জানান, আগের মত আর এসব মাছ কম পাচ্ছেন না।

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লাক্ষা, চিংড়ি, রুপচাঁদাও রিঠা মাছ দামি হওয়ায় অতি আহরণ করায় এসব মাছের অনেকটা আকাল দেখা দিয়েছে। সুস্বাদু এসব এগুলো রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে।

সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরীফ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, উল্লেখিত মাছগুলোর বাজারে বেশ দাম রয়েছে। এ কারণে এসব মাছ ধরাও হচ্ছে বেশি। ফলে প্রাপ্যতা কমেছে।

তবে কিছু প্রজাতির মাছ কম পাওয়া গেলেও সামগ্রিকভাবে সামুদ্রিক উৎস থেকে উৎপাদন কমেনি। দেশে যে পরিমাণ মাছ উৎপাদন ও আহরণ হয় তাতে সামুদ্রিক মাছের অবদান কমে গেছে। ২০০১-০২ অর্থবছরে সামুদ্রিক মাছের অবদান ছিল প্রায় ২২ ভাগ, সেখানে ২০২০-২১ অর্থবছরে এর অবদান কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ ভাগে। দুই দশকে সামুদ্রিক মাছের অবদান কমেছে সাত ভাগের বেশি।

সাগরে লাক্ষা মাছ আহরণ আশঙ্কাজনকভাবে কমেছে। মৎস্য অধিদপ্তরের বার্ষিক মৎস্য পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে ইন্ডিয়ান স্যামন মাছ বা স্থানীয়ভাবে পরিচিত লাক্ষা ধরা পড়েছিল ৩ হাজার ৩০ মেট্রিক টন। ১০ বছরের ব্যবধানে ২০২০-২১ অর্থবছরে মাছটির আহরণ কমে দাঁড়িয়েছে মাত্র ১৬৩ মেট্রিক টনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Lac-shrimp, Rupchanda  : সাগরে কম মিলছে লাক্ষা-চিংড়ি, রুপচাঁদা-রিঠা মাছ

আপডেট সময় : ০৬:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ছবি সংগ্রহ

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 

সাগরে আগের মত আর মিলছে না, লাক্ষা, চিংড়ি, রুপচাঁদা ও রিঠা মাছ। সাগরের এসব সুস্বাদু মাছ কমে কথা বলছেন মৎস্য অধিদপ্তরও। বার্ষিক মৎস্য পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে একথা বলছে অধিদপ্তর। ট্রলারমালিকেরাও জানান, আগের মত আর এসব মাছ কম পাচ্ছেন না।

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লাক্ষা, চিংড়ি, রুপচাঁদাও রিঠা মাছ দামি হওয়ায় অতি আহরণ করায় এসব মাছের অনেকটা আকাল দেখা দিয়েছে। সুস্বাদু এসব এগুলো রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে।

সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরীফ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, উল্লেখিত মাছগুলোর বাজারে বেশ দাম রয়েছে। এ কারণে এসব মাছ ধরাও হচ্ছে বেশি। ফলে প্রাপ্যতা কমেছে।

তবে কিছু প্রজাতির মাছ কম পাওয়া গেলেও সামগ্রিকভাবে সামুদ্রিক উৎস থেকে উৎপাদন কমেনি। দেশে যে পরিমাণ মাছ উৎপাদন ও আহরণ হয় তাতে সামুদ্রিক মাছের অবদান কমে গেছে। ২০০১-০২ অর্থবছরে সামুদ্রিক মাছের অবদান ছিল প্রায় ২২ ভাগ, সেখানে ২০২০-২১ অর্থবছরে এর অবদান কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ ভাগে। দুই দশকে সামুদ্রিক মাছের অবদান কমেছে সাত ভাগের বেশি।

সাগরে লাক্ষা মাছ আহরণ আশঙ্কাজনকভাবে কমেছে। মৎস্য অধিদপ্তরের বার্ষিক মৎস্য পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে ইন্ডিয়ান স্যামন মাছ বা স্থানীয়ভাবে পরিচিত লাক্ষা ধরা পড়েছিল ৩ হাজার ৩০ মেট্রিক টন। ১০ বছরের ব্যবধানে ২০২০-২১ অর্থবছরে মাছটির আহরণ কমে দাঁড়িয়েছে মাত্র ১৬৩ মেট্রিক টনে।