Lac-shrimp, Rupchanda : সাগরে কম মিলছে লাক্ষা-চিংড়ি, রুপচাঁদা-রিঠা মাছ
- আপডেট সময় : ০৬:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ২০৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
সাগরে আগের মত আর মিলছে না, লাক্ষা, চিংড়ি, রুপচাঁদা ও রিঠা মাছ। সাগরের এসব সুস্বাদু মাছ কমে কথা বলছেন মৎস্য অধিদপ্তরও। বার্ষিক মৎস্য পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে একথা বলছে অধিদপ্তর। ট্রলারমালিকেরাও জানান, আগের মত আর এসব মাছ কম পাচ্ছেন না।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, লাক্ষা, চিংড়ি, রুপচাঁদাও রিঠা মাছ দামি হওয়ায় অতি আহরণ করায় এসব মাছের অনেকটা আকাল দেখা দিয়েছে। সুস্বাদু এসব এগুলো রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে।
সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরীফ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, উল্লেখিত মাছগুলোর বাজারে বেশ দাম রয়েছে। এ কারণে এসব মাছ ধরাও হচ্ছে বেশি। ফলে প্রাপ্যতা কমেছে।
তবে কিছু প্রজাতির মাছ কম পাওয়া গেলেও সামগ্রিকভাবে সামুদ্রিক উৎস থেকে উৎপাদন কমেনি। দেশে যে পরিমাণ মাছ উৎপাদন ও আহরণ হয় তাতে সামুদ্রিক মাছের অবদান কমে গেছে। ২০০১-০২ অর্থবছরে সামুদ্রিক মাছের অবদান ছিল প্রায় ২২ ভাগ, সেখানে ২০২০-২১ অর্থবছরে এর অবদান কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ ভাগে। দুই দশকে সামুদ্রিক মাছের অবদান কমেছে সাত ভাগের বেশি।
সাগরে লাক্ষা মাছ আহরণ আশঙ্কাজনকভাবে কমেছে। মৎস্য অধিদপ্তরের বার্ষিক মৎস্য পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে ইন্ডিয়ান স্যামন মাছ বা স্থানীয়ভাবে পরিচিত লাক্ষা ধরা পড়েছিল ৩ হাজার ৩০ মেট্রিক টন। ১০ বছরের ব্যবধানে ২০২০-২১ অর্থবছরে মাছটির আহরণ কমে দাঁড়িয়েছে মাত্র ১৬৩ মেট্রিক টনে।























