Imran Khan : ইমরান খান গুলিবিদ্ধ
- আপডেট সময় : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২ ২৬৯ বার পড়া হয়েছে
ইমরানকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি, হামলাকারী
ভয়েস ডিজিটাল ডেস্ক
পিটিআই কর্মী ও পুলিশের তরফে বলা হয়েছে, ইমরান খানের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। নিজের গড়া রাজনৈতিক তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদ অভিমুখে লংমার্চে গুলিবিদ্ধর হন ইমরান। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরের ঘটনা। আহতর তালিকায় রয়েছেন ইমরান খানসহ দলের কয়েকজন নেতা। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে সংবাদ সংস্থা এতথ্য জানিয়েছে।
ফাওয়াদ চৌধুরী বলেন, ওয়াজিরাবাদে লংমার্চের ভেতরে ঢুকে এক বন্দুকধারী গুলি চালিয়েছে। এতে ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনার পরপরই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।
পিটিআই নেতা ইমরান ইসমাইল দাবি করেছেন, ইমরান খানের পায়ে তিন থেকে চারবার গুলি করা হয়েছে। তিনি জানান, হামলার সময় তিনি ইমরান খানের পাশেই ছিলেন। এ সময় ফয়সাল জাভেদ আহত হন।
আহত ইমরান খানকে হাসপাতালে নেওয়া হচ্ছে, ছবি সংগৃহীত
পিটিআই নেতা ফয়সাল জাভেদ বলেন, হামলায় দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানকে হত্যার উদ্দেশেই এই হামলা চালানো হয়েছে। ইমরান খানকে হামলার মিশনে দুইজন জড়িত ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত এক হামলাকারী গুলিতে নিহত হয়েছে, আরেকজনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
ইমরান খানের ওপর গুলি চালানোর কারণ জানিয়েছেন অভিযুক্ত এক হামলাকারী। ক্যামেরার সামনে ওই হামলাকারী বলেন, ইমরান মানুষকে বিভ্রান্ত করছিলেন তাই তাকে হত্যা করছে এসেছি। ইমরান ইসমাইল আরও বলেন, হামলাকারী কন্টেইনারের সামনে ছিলেন। একে-৪৭ দিয়ে তিনি গুলি চালিয়েছেন।
ইমরান খানের ঊর্ধ্বতন সহযোগী রউফ হাসান বলেন, ইমরান খানের অবস্থা গুরুতর নয়। তবে তাকে হত্যা করতেই গুলি চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী এক টুইটে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, সাহসী ইমরান খানের ওপর ঘৃণ্য হত্যাচেষ্টা চালানো হয়েছে। আল্লাহকে ধন্যবাদ জানাই, তিনি আশঙ্কামুক্ত আছেন। তার পায়ে কয়েকটি গুলি লেগেছে। আশা করি, সেগুলো গুরুতর নয়।
প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৮ অক্টোবর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থকের ওই লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান।






















