IMF loan : আইএমএফের ঋণ পরিশোধের সক্ষমতা বাংলাদেশের রয়েছে : অন্তোনিয়েতে
- আপডেট সময় : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা সফরে থাকা আইএমএফের ডিএমডি অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ
ঢাকা সফরে থাকা আইএমএফের ডিএমডি অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ বলেছেন, বর্তমান সংকটকালীন বাংলাদেশকে যে ঋণ সহায়তা দিতে যাচ্ছে আইএমএফ, তা যথাসময়ে পরিশোধের সক্ষমতা বাংলাদেশের রয়েছে
অনলাইন ডেস্ক
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা সফরে থাকা আইএমএফের ডিএমডি অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ। এসময় তিনি বলেছেন, বর্তমান সংকটকালীন বাংলাদেশকে যে ঋণ সহায়তা দিতে যাচ্ছে আইএমএফ তা যথাসময়ে পরিশোধের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ।
মঙ্গলবারের সাক্ষাৎকালে আন্তর্জাতিক মুদ্রা সংস্থা (আইএমএফ)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ’র নেতৃত্বে অ্যাডভাইজর টু ডিএমডি আমিনা লেহরিচি, ডেপুটি ডিরেক্টর এনি মেরি গাল্ডি, মিশন চিফ রাহুল আনন্দ, বাংলাদেশ ও ভুটানের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দেসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন আধিকারীকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করেছেন অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ। তিনি বলেছেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। ২০৪১ সাল নাগাদ একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে আইএমএফ বাংলাদেশকে তার সহায়তা অব্যাহত রাখবে।
সমগ্র বিশ্ব কোভিড-১৯ এর অভিঘাতের কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কঠিন পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনৈতিক দেশগুলো মুদ্রাস্ফীতি সংক্রান্ত চাপ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংক্রান্ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এসকল সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় আইএমএফ পাশে থাকবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করেন অন্তোনিয়েতে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আইএমএফ বাংলাদেশকে যে সহযোগিতা প্রদান করছে, সে বিষয়ে সংসদ সদস্যদের আইএমএফ-এর রিসোর্সপার্সন দ্বারা অরিয়েন্টেশনের মাধ্যমে অবহিত করলে এ বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে। এসময় বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব, সরকারি হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে ভবিষ্যতে আইএমএফ প্রতিনিধিদলের সভা ও সেমিনার আয়োজনের অনুরোধ জানান তিনি।
এক্ষেত্রে প্রয়োজনে বিদ্যমান আইনের সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন স্পিকার। একইসঙ্গে বাংলাদেশ সফরের জন্য আইএমএফ প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান স্পিকার।


















