HILSA : ইলিশ শিকারে সাগরের পথে হাজারো মৎস্যজীবী
- আপডেট সময় : ০৭:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ২৪২ বার পড়া হয়েছে
শনিবার থেকেই ঢাকার বাজারে মিলবে ইলিশ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭-২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। নদ-নদীতে ইলিশের নিরাপদ ডিম ছাড়া এবং মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা ওঠে গেল মধ্যরাতে। শুক্রবার বিকাল থেকেই চাঁদপুর ও আশপাশ এলাকার জেলে পল্লীতে সাজোসাজো রব। নিষেধাজ্ঞা ওঠেছে। সবাই জাল নৌকো সাজাতে ব্যস্ত। সঙ্গে নেওয়া হবে রেশন, খাবার জল আর বাজার সদাই। ইলিশ শিকার বলে কথা।
চাঁদপুরের অধিকাংশ জেলেরা বড় নৌকায় গুল্টিজাল দিয়ে ইলিশ শিকার করে থাকে। নিষেধাজ্ঞার সময় জাল ও নৌকো ডাঙ্গায় তুলে মেরামতে ব্যস্ত সময় পার করেন তারা। এ সময় মৎস্যজীবী পরিবার পিছু ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইলিশ শিকারের দায়ে কেবল চাঁদপুর অঞ্চলে ১ হাজার ১৮৮ জন জেলেকে আটক করে নৌপুলিশ। তাদের অনেকের বিরুদ্ধে মামলা ছাড়াও ভ্রাম্যমাণ

আদালত অনেককে কারাদণ্ড দিয়েছে। জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডসহ বিভিন্ন দফতরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সদস্যরা মা ইলিশ রক্ষায় তৎপর ছিলেন। এ বছর নদীতে প্রচুর মা ইলিশ এসেছে ডিম পাড়তে। জাটকা রক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার কথা জানান চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।




















