Gold bar : বিমানের সিটের তলায় ৫৬ স্বর্ণ বার
- আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ২৫৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের একটি সিেিটর তলায় লুকানো অবস্থায় ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
চোরাইপথে বিপুল পরিমান স্বর্ণ দেশে ঢুকছে, আবার পাচারও হয়ে যাচ্ছে। পাচারকালে মনকে মন স্বর্ণ উদ্ধারও করছে প্রশাসন। চোরা কারবারিরা পাচার রুট হিসেবে আকাশ পথ বেছে নিয়েছে। প্রায় সময় বিভিন্ন বিমান বন্দরে পাচার হয়ে আসা স্বর্ণ উদ্ধার। এক্ষেত্রে গ্রেপ্তারের সংখ্যা কম বলে জানা গেছে।
শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নীচ থেকে সাড়ে ছয় কেজি ওজনের ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এদিন দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের পর তাতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজনেস ক্লাসের একটি সিটের নিচে কালো স্কচ টেপ মোড়ানো স্বর্ণ বারগুলো অভিনব কায়দায় লুকানো ছিল বলে জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ন পরিচালক সাইফুর রহমান।
দুবাই থেকে আসা বিমানের একটি বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবরতণ করলে যৌথ ঢাকা ও চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দল অভিযান কার্যক্রম চালায়। তারা বিজনেস ক্লাসের ০৪৭ সিটের নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো ৫৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। সিটে কোনো যাত্রী ছিল না।


















