ELISHA : ভর মৌসুমে ইলিশের বাড়িতে দাম আকাশ ছোঁয়া
- আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ৩৫৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকার বাজারে ইলিশ মাছের আমদানি মোটামুটি থাকলেও দাম খুবই চড়া। ব্যবসায়লা বলছেন, মোকাম থেকে চড়া দামে কিনতে বলেই স্থানীয় বাজারে বেশি দামি বিক্রি করতে হচ্ছে। আর বাংলাদেশের ইলিশ গবেষক ড. আনিছুর রহমানের মতে, এবারে নানা কারণে ইলিশের প্রাপ্যতা কিছুটা কম হলেও একে অকাল বলা যাবেনা। গভীর জলের মাছ ইলিশ দলবদ্ধভাবে চলাচল করে।
একারণে অঞ্চল ভিত্তিক মাছ বেশি মেলে। বাংলাদেশের নদীর বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতাও রয়েছে। যেমন ডুবো, দূষণ এবং ক্ষতিকর জাল ইত্যাদি। এবারে ভর মৌসুমেও ইলিশের বাড়িতে দাম আকাশ ছোঁয়া। অনাবৃষ্টি, খরার কবলে ইলিশ আহরণে ভাটা পড়ে। শেষ ভাদ্রে এসে কয়েকদিনের বৃষ্টিতে ইলিশের আমদানি কিছুটা বাড়লেও দাম উর্ধমুখি। সাগর ও অভয়ারণ্যে ৬৫ দিন মাছ নিষেধাজ্ঞা ছিল ২৩ জুলাই পর্যন্ত।
নিষেধাজ্ঞা শেষে সাগরে মোটামোটি ইলিশ মেলে। এবারে ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়েছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে। ড. আনিছুর রহমান জানান, গত বছর ইলিশের উৎপাদন ছিলো সাড়ে ৫ লাখ টনের ওপরে এবং প্রজনন ছিল ৫০ শতাংশের মত। দুটোই বেশ আশাপ্রদ।



















