Durga Puja : আকাশে-বাতাসে শারদ উৎসবের ধ্বনি
- আপডেট সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ৩৫৪ বার পড়া হয়েছে
ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীপুজা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অতিমারির কারণে দুই বছর আনন্দ বঞ্চিত ছিল মানুষ। এবারে সেই ভয় কেটে গিয়েছে। শারদ আকাশে শুভ্র মেঘের দোলা খেলে যাচ্ছে। আকাশে-বাতাসে আনন্দধ্বনি। টানা দুই বছর পর শরদ দুর্গোৎবের আনন্দজোয়ারে ভাসলো ঢাকা। জাতীয় মন্দির ঢাকেশ্বরীর বেলতলায় ষষ্ঠীপুজার মধ্য দিয়ে ৫দিনের শারদীয় দুর্গোৎসর ঘিরে মানুষের আনন্দ স্পষ্টই লক্ষ্য করা গেল।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহালয়ার মধ্য দিয়ে ক্ষণ শুরু হলেও শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশে ৩২ হাজার ২৬৮টি পুজা উদযাপন হচ্ছে। ঢাকা মহানগরীর ২৪৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার কোনো কমতি নেই। পূজামণ্ডপ ঘিরে থাকছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজা উপলক্ষে আলোকজ্জ্বল হয়ে উঠেছে বিভিন্ন পূজা মণ্ডপ।

মণ্ডপগুলোর ভিতর ও সামনের সড়ক সাজানো হয়েছে বাহারি রঙের আলো দিয়ে। সপ্তমীর সকালে মা পা দেবেন বাপের বাড়িতে। ষষ্ঠীর সকালে সায়ানকালে কল্পারম্ভ ও বোধন আমন্ত্রণসহ অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা সম্পন্ন হয়। এবার পঞ্জিকা মতে দেবী হাতিতে আগমন আর নৌকায় গমন। শনিবার সকালে ঢাকেশ্বরী পৌছে দেখা গেল আয়োজন ঘিরে সেকি উল্লাস।

দুই বছর পর বাঙালি গা ভাসালো আপন উৎসবে। তারা উৎফুল্ল। এবারে নিরাপত্তাও বেশ জোরদার। পুরান মতে মা আসেন জগতকে নির্মল আনন্দে ভরিয়ে দিতে। অসুরকে সংহার করতে। তার আশীর্বাদে জীবনের সব হতশ্রী দূর হোক, সবার অন্তর্লোকে স্পন্দিত হয়ে উঠুক জীবন যাপনের মধুর ছন্দ।





















