সংবাদ শিরোনাম ::
dengue : চলতি বছর ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ২৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
থামছে না ডেঙ্গুর প্রর্দুভাব। আক্রান্ত ও মৃত্যুর খবর থাকছে প্রতিনিয়ত। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মতের সংখ্যা ২০২ জনে দাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজনের মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত নতুন ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪২৬ জন ঢাকার এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন।
দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ১৮৯ জন রোগী ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
রবিবার দেশের সর্বশেষ ডেঙ্গু বিষয়ক পরিস্থিতি তুলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৫২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ১৩৮ জন।





















