Death loving couple together : ‘মৃত্যুর পথই বেচে নিল প্রেমিক যুগল’
- আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ৩৯৪ বার পড়া হয়েছে
থানার সামনে রিকশাভ্যানে প্রেমিক-প্রেমিকার মরদেহ : ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
থানার সামনে একটি রিকশাভ্যানে দুটো মরদেহ। সফেদ কফিনব্যাগে মোড়ানো। অপ্রাপ্ত বয়সের প্রেমের পরিণতি টানলো তারা। এযেন ‘জন্মের ঋণশোধ মৃত্যু দিয়ে’।
এলাকাবাসীর মতে, মারিয়া আক্তার (১৫) ও ইয়াছিনের (১৭) দু’জনের প্রেমের সম্পর্ক ছিলো। অবশেষে বিষপানে আত্মহননের পথ বেচে নেয় তারা। কেন সহমরণের পত বেচে নিলো সে সম্পর্কে সঠিক কোন তথ্য মেলেনি। বাংলাদেশের পিরোজপুরের নাজিরপুরের ঘটনা।
উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানাত ডালিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তরুণ ইয়াছিনের ফুফার বাড়ি উত্তর কলারদোয়ানিয়া গ্রামে। এখানে মাঝে মধ্যে বেড়াতে আসা সঙ্গে ইয়াসিনের সঙ্গে মারিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
চারদিন আগে ইয়াছিন বেড়াতে আসে। বৃহস্পতিবার মারিয়ার সঙ্গে ইয়াসিনের মনোমালিন্য হয়। এক পর্যায়ে এলাকার একটি পুরাতন কবর স্থানের পাশেই দু’জনে বিষপান করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে নাজিরপুর হাসপাতালের চিকিৎসক ডা. অসিত কুমার মিস্ত্রি জানান, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ছেলেটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায়। চিকিৎসকের ধারণা বিষপানে তাদের মৃত্যু হতে পারে।
এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হাসপাতাল থেকে তাদের জানানো হলে, মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।





















