Corona test fraud : করোনা ডেস্ট জালিয়াতি, নারী চিকিৎসকসহ ৮জনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
ডা. সাবরিনা চৌধুরী ও স্বামী আরিফুল হক চৌধুরী : ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
করোনার ডেস্ট জালিয়াতি কাণ্ডে স্বামী-স্ত্রী আটজনকে প্রত্যেকের ১১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ২০২০ সালের ১২ জুলাই গ্রেপ্তার হওয়া নারী চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরী ও স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য সংগৃহীত নমুনা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়ার অভিযোগ আনা হয়েছে। কারাদণ্ড দিয়েছেন আদালত।
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং স্বামী প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরী। জালিয়াতি কাণ্ডের অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।
আদালতে ডা. সাবরিনা চৌধুরী
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটভুক্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য আজ দিন ধার্য রাখা হয়।





















