Bus arson : গুজবের আগুনে পুড়ল তিন বাস
- আপডেট সময় : ০৯:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ২২২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
সন্ধ্রা সাড়ে ৭টা নাগাদ গাজীপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় নানি-নাতিসহ তিনজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত গার্মেন্টস শ্রমিক ও বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে উত্তেজিতরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সড়ক দুর্ঘটনায় আহতদের প্রথমে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নানি-নাতিসহ তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে তারা গুরুত্বর জখম হন।



















