Bratya Basu : রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে এক সুরে কাজ কারার ঘোষণা শিক্ষামন্ত্রীর
- আপডেট সময় : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার রাজভবনের বৈঠক থেকে বেরিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং একই সঙ্গে তাঁর ঘোষণা, এখন থেকে রাজভবন এবং শিক্ষা দফতরের মধ্যে বিরোধ নয়, সমন্বয় জারি থাকবে।
এখন থেকে রাজভবন, নবান্ন এবং বিকাশ ভবন এক সুরে কাজ করবে। সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্যপালকে বার বার ‘আচার্য’ বলে সম্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁর কথা থেকে স্পষ্ট, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়-পর্ব এখন অতীত। তবে মুখ্যমন্ত্রীই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য’ বিধানসভায় আনা এই বিলে কি এ বার পরিবর্তন আনবে সরকার? নাকি রাজ্যপালই কি থাকবেন আচার্য? সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী।
রাজ্যপালের সঙ্গে প্রথম বার বৈঠকে বসেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা। রীতি মেনে শিক্ষা দফতরকে মাঝে রেখেই হয়েছে আলোচনা। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্যও। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মঙ্গলবারের বৈঠক হয়েছে বলে জানান ব্রাত্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশে বৈঠক করেছি। বৈঠকের নির্যাস ফলপ্রসূ হয়েছে।



















