ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: কর্মকর্তাদের আর্চারিতে  চ্যাম্পিয়ন  কিবরিয়া গণতন্ত্র রক্ষার দাবিতে আমেরিকা জুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ ঝড় লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩০০ বাংলাদেশি পাটপণ্যের পুনর্জাগরণে ১০০ কোটি টাকার ফান্ড, টেকসই উন্নয়নে নতুন দিগন্তের আহ্বান কার্গো ভিলেজে আগুনে ছাই ১২ হাজার কোটি টাকার পণ্য, পুড়েছে স্বপ্নও ১ নভেম্বর থেকে এমপিও শিক্ষকদের নতুন বাড়িভাড়া ভাতা কার্যকর ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব পুরুষ আর্চারিতে চ্যাম্পিয়ন তামিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক যুগের অগ্নিকাণ্ড ঢাকার প্রধান বিমানবন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ফ্লাইট ওঠানামা বন্ধ জুলাই সনদ অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ-উত্তেজনা,  মানিক মিয়া অ্যাভিনিউয়ের ঘটনায় ৯০০ জনের বিরুদ্ধে মামলা

BPC’s ‘profit 25 rupees’  :  প্রতি লিটার অকটেনে বিপিসির ‘লাভ ২৫ টাকা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ২৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

 

দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা লাভ গুণছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

প্রতি লিটার ডিজেলে এখন বিভিন্ন ধরনের কর দিতে হয় ২০ টাকা ৭০ পয়সা। আর অকটেনে দিতে হয় ২৩ টাকা ৫১ পয়সা’

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা লাভ গুণছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন   (বিপিসি)। শুক্রবার মধ্যরাতে আচমকা লিটারে জ্বালানি তেলের দাম ৩৪ টাকা বাড়ানোর ঘোষণা আসে। এর ফলে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা এবং প্রতি লিটার পেট্রলে কমবেশি ৫ টাকা লাভ হতে পারে। দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান গুণতে হচ্ছে ৬ টাকা। গত মাসের মতো একই পরিমাণ বিক্রি হলে ডিজেল ও অকটেন থেকে এ মাসে ২০৫ কোটি টাকা মুনাফা আসতে পারে বিপিসির।

বুধবার ঢাকার কার্যালয়ে এসব তথ্য জানান বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ। বলেন, এটি প্রাক্কলিত হিসাব, আগস্টের প্রথম আট দিনের তথ্যের ভিত্তিতে এটি করা হয়েছে। দেশে মার্কিন ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার ধরলে এ লাভ পাবে বিপিসি। আর খোলাবাজারের বিনিময় হার ধরলে এ মাসে ৩৯ কোটি টাকা লোকসান হবে। বাজারের বিনিময় হার ধরেও এখন কিছু কিছু ঋণপত্র খুলতে হচ্ছে বিপিসির।

প্রতি লিটার ডিজেলে এখন বিভিন্ন ধরনের কর দিতে হয় ২০ টাকা ৭০ পয়সা। আর অকটেনে দিতে হয় ২৩ টাকা ৫১ পয়সা।

বিপিসির মুনাফা, এফডিআর (স্থায়ী আমানত) নিয়ে বিভ্রান্তির জবাব দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপিসি। লিখিত বক্তব্যে বিপিসির প্রতিষ্ঠানটি লাভলোকসানের চিত্র তুলে ধরে। এক সপ্তাহ ধরে বিশ্ববাজের ডিজেলের দাম কমার চিত্রও তুলে ওঠে আসে বিপিসির বয়ানে।

বিপিসির বিক্রি করা জ্বালানি তেলের ৭০ শতাংশের বেশি ডিজেল। ভারসাম্য রক্ষায় অকটেনের দাম বাড়ানো হয়েছে। পেট্রলের দাম কমানো হলে অকটেনের সঙ্গে মিশ্রণের আশঙ্কা থেকেই পেট্রলের দামও অকটেনের কাছাকাছি রাখতে হয়।

বিপিসি’র তথ্য অনুসারে, ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে ২০১৩-১৪ পর্যন্ত বিপিসি লোকসান করেছে ৫৩ হাজার ৫ কোটি টাকা। সরকার ৪৪ হাজার ৮৭৭ কোটি টাকা বিপিসিকে প্রদান করে। তারপরও বিপিসির ঘাটতি থেকে যায় ৮ হাজার ১২৭ কোটি টাকা। ২০১৪-১৫ থেকে ২০২০-২১ পর্যন্ত বিপিসি মুনাফা করে প্রায় ৪২ হাজার ৯৯৩ কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের ব্যয়, সরকারকে লভ্যাংশ ও উদ্বৃত তহবিল হিসেবে প্রদান, এনবিআরের বকেয়া ও মূলধনি বিনিয়োগ খাতে খরচ হয় ২০ হাজার ১৮৮ কোটি টাকা। আর সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে বিপিসি লোকসান করেছে ৫ হাজার ৯১০ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

BPC’s ‘profit 25 rupees’  :  প্রতি লিটার অকটেনে বিপিসির ‘লাভ ২৫ টাকা’

আপডেট সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

ছবি সংগ্রহ

 

দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা লাভ গুণছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন

প্রতি লিটার ডিজেলে এখন বিভিন্ন ধরনের কর দিতে হয় ২০ টাকা ৭০ পয়সা। আর অকটেনে দিতে হয় ২৩ টাকা ৫১ পয়সা’

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

দাম বাড়িয়ে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা লাভ গুণছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন   (বিপিসি)। শুক্রবার মধ্যরাতে আচমকা লিটারে জ্বালানি তেলের দাম ৩৪ টাকা বাড়ানোর ঘোষণা আসে। এর ফলে প্রতি লিটার অকটেনে ২৫ টাকা এবং প্রতি লিটার পেট্রলে কমবেশি ৫ টাকা লাভ হতে পারে। দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান গুণতে হচ্ছে ৬ টাকা। গত মাসের মতো একই পরিমাণ বিক্রি হলে ডিজেল ও অকটেন থেকে এ মাসে ২০৫ কোটি টাকা মুনাফা আসতে পারে বিপিসির।

বুধবার ঢাকার কার্যালয়ে এসব তথ্য জানান বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ। বলেন, এটি প্রাক্কলিত হিসাব, আগস্টের প্রথম আট দিনের তথ্যের ভিত্তিতে এটি করা হয়েছে। দেশে মার্কিন ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার ধরলে এ লাভ পাবে বিপিসি। আর খোলাবাজারের বিনিময় হার ধরলে এ মাসে ৩৯ কোটি টাকা লোকসান হবে। বাজারের বিনিময় হার ধরেও এখন কিছু কিছু ঋণপত্র খুলতে হচ্ছে বিপিসির।

প্রতি লিটার ডিজেলে এখন বিভিন্ন ধরনের কর দিতে হয় ২০ টাকা ৭০ পয়সা। আর অকটেনে দিতে হয় ২৩ টাকা ৫১ পয়সা।

বিপিসির মুনাফা, এফডিআর (স্থায়ী আমানত) নিয়ে বিভ্রান্তির জবাব দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপিসি। লিখিত বক্তব্যে বিপিসির প্রতিষ্ঠানটি লাভলোকসানের চিত্র তুলে ধরে। এক সপ্তাহ ধরে বিশ্ববাজের ডিজেলের দাম কমার চিত্রও তুলে ওঠে আসে বিপিসির বয়ানে।

বিপিসির বিক্রি করা জ্বালানি তেলের ৭০ শতাংশের বেশি ডিজেল। ভারসাম্য রক্ষায় অকটেনের দাম বাড়ানো হয়েছে। পেট্রলের দাম কমানো হলে অকটেনের সঙ্গে মিশ্রণের আশঙ্কা থেকেই পেট্রলের দামও অকটেনের কাছাকাছি রাখতে হয়।

বিপিসি’র তথ্য অনুসারে, ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে ২০১৩-১৪ পর্যন্ত বিপিসি লোকসান করেছে ৫৩ হাজার ৫ কোটি টাকা। সরকার ৪৪ হাজার ৮৭৭ কোটি টাকা বিপিসিকে প্রদান করে। তারপরও বিপিসির ঘাটতি থেকে যায় ৮ হাজার ১২৭ কোটি টাকা। ২০১৪-১৫ থেকে ২০২০-২১ পর্যন্ত বিপিসি মুনাফা করে প্রায় ৪২ হাজার ৯৯৩ কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের ব্যয়, সরকারকে লভ্যাংশ ও উদ্বৃত তহবিল হিসেবে প্রদান, এনবিআরের বকেয়া ও মূলধনি বিনিয়োগ খাতে খরচ হয় ২০ হাজার ১৮৮ কোটি টাকা। আর সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে বিপিসি লোকসান করেছে ৫ হাজার ৯১০ কোটি টাকা।