Blackboard : ব্ল্যাকবোর্ড দিনে দিনে গুরুত্ব হারাচ্ছে
- আপডেট সময় : ০৮:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৩৬৪ বার পড়া হয়েছে
ড. বিরাজলক্ষী ঘোষ
ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণফলক দিনে দিনে গুরুত্ব হারাচ্ছে। স্মার্ট বোর্ড আর স্মার্ট টিভির দাপটে এখন শিক্ষকদের চক খড়ি মাখা কমে গেছে। কিন্তু মনে পড়ে আমাদের হাতে খড়ি হয়েছিল স্লেট পেন্সিল এ।
আর স্কুলের বোর্ড এ শিক্ষকরা যা লিখে দিতেন বা এঁকে দিতেন সেটা ছবির মত মনে গেঁথে যেত। ক্যালকাটা গার্লস এ বি এড পড়ার সময় ম্যামরা হাতে ধরে শিখিয়েছিলেন টিচার হতে গেলে কিভাবে বোর্ড লিখতে হয়।

কিভাবে সুন্দর হাতের লেখা নির্ভুল বানান এবং ছবি এঁকে স্টুডেন্ট অ্যাটেনশন ড্র করতে এবং ক্লাস ম্যানেজমেন্ট করতে হয়।ওদের দিয়েও বোর্ড ওয়ার্ক কিভাবে করাতে হয় সেটাও শিখিয়েছেন।
কালবাদে পরশু সরস্বতী পুজো।আর একটি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানে ব্ল্যাক বোর্ড কে কেন্দ্র করেই আমরা শিক্ষক শিক্ষণ এর skill গুলি অনেকটা শিখিয়ে থাকি।

তাই আজ আমার সমস্ত প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীরা পুজো উপলক্ষ্য করে সুন্দর করে সাজিয়েছে বোর্ড গুলি।আমার রুমেই আছে একটি বিশাল বোর্ড যেটিতে ওরা নেতাজীর ছবি এঁকেছে এবং লিখেছে।
আর সেভাবেই সাজিয়েছে অন্য বোর্ড গুলি কেবল মাত্র রঙিন চক দিয়ে। উদ্দেশ্য কিভাবে বোর্ড গুলি আমরা আরো আকর্ষণীয় করে তুলতে পারি তার একটু প্রচেষ্টা করা।কেমন লাগছে জানাতে ভুলবেন না।



















