Bijaya ki-borda : ভাষামাস আসন্ন, স্মার্টফোন বাজারজাতে ‘বিজয় কি-বোর্ড’
- আপডেট সময় : ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৮৪১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বিজয় ‘বিজয় কি-বোর্ড’ ছাড়া স্মাট মোবাইল হ্যান্ডসেট বাজারজাত করা যাবে না। ফেব্রুয়ারি মাস বাংলাদেশে ‘ভাষা মাস’ হিসাবে পালন করা হয়ে থাকে। কারণ, বাংলাভাষার জন্য ১৯৫২ সালে দেশটির মানুষ প্রাণ উৎসর্গ করেছিলেন।
এবোরে সেই ভাষা মাসকে সামনে রেখে দেশটির বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি) আমদানি ছাড়াও ও দেশে তৈরি সকল এন্ড্রয়েড ও স্মার্ট মোবাইল হ্যান্ডসেটে বিজয় এন্ড্রয়েড এপিকে ব্যবহার করার নির্দেশ দিয়েছে।
সংস্থাটি শুক্রবার এ নির্দেশনা দিয়েছে মোবাইল ফোন আমদানিকারক ও স্থানীয়ভাবে উৎপাদক প্রতিষ্ঠানকে।
সংস্থার তরফে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সকল এন্ড্রয়েড ও স্মার্ট মোবাইল ফোন হ্যান্ডসেটে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আমদানিকৃত ও দেশে উৎপাদিত প্রতিষ্ঠানকে বিটিআরসির ‘স্পেকট্রাম বিভাগ’ থেকে বিনামূল্যে বিজয় এন্ড্রয়েড এপিকে ফাইল সরবরাহ করবে।
আমদানিকৃত বা আমদানিতব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত সব এন্ড্রয়েড স্মার্ট মোবাইল হ্যান্ডসেট বাজারজাতের আগে হ্যান্ডসেটে সরবরাহকৃত বিজয় এন্ড্রয়েড এপিকে ফাইল প্রি-ইনস্টল করে কমিশনে প্রদর্শন করতে হবে। অন্যথায় মোবাইল হ্যান্ডসেটের বাজারজাতে অনাপত্তি দেবে বিটিআরসি।



















