Bangladesh High Commissioner : ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান
- আপডেট সময় : ০৮:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ৩৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানকে ভারতে হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তাতে বলা হয়, মুস্তাফিজুর রহমানকে ভারতে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিএস ফরেন সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার, জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুস্তাফিজুর রহমান প্যারিস, নিউইয়র্ক, কলকাতা ও জেনেভার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এই কূটনীতিক। তিনি মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হবেন।
তিনি মূলত জাতিসংঘ শাখার বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। মোস্তাফিজুর রহমান যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইন্টারন্যাশনাল ল-এ স্নাতকোত্তর এবং ফ্রান্সের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (আইআইএপি) থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।



















