AIR INDIA : সহযাত্রীর শরীরে প্রস্রাব, চাকরী হারালেন অভিযুক্ত শঙ্কর
- আপডেট সময় : ১১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে
ক্ষতিপূরণের টাকাও পেটিএম মারফত পৌঁছে গিয়েছে অভিযোগকারিণী মহিলার কাছে। আইনজীবীকে দিয়ে বিবৃতি জারি করিয়েছেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। তবে দিল্লি পুলিশ শঙ্করের খোঁজে তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি
অনলাইন ডেস্ক
দিল্লি-নিউ ইয়র্ক এয়ার ইন্ডিয়ার উড়ানে মদ্যপ অবস্থায় পাশের আসনের মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে চাকরিচ্যুত করেছে ওয়েলস ফার্গো কোম্পানি। শঙ্কর তার আইনজীবীকে দিয়ে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত এবং মহিলার মধ্যে হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথন থেকে স্পষ্ট অভিযুক্ত মহিলার ব্যাগ এবং জামাকাপড় পরিষ্কার করিয়ে দিয়েছেন গত ২৮ নভেম্বর। আর ৩০ নভেম্বর তা হাতে পান মহিলা।
বিবৃতিতে শঙ্করের আইনজীবী আরও দাবি করেছেন যে মহিলা গোটা ঘটনায় অত্যন্ত অসন্তুষ্ট হলেও লিখিত অভিযোগ দায়ের করার অভিপ্রায় তার ছিল না।
শঙ্করের বিবৃতিতে দাবি, মহিলার ক্ষোভ ছিল শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া ক্ষতিপূরণ নিয়ে। যা নিয়ে গত ২০ ডিসেম্বর তিনি একটি অভিযোগও দায়ের করেন। গত ২৮ নভেম্বরই যেমন আলোচনা হয়েছিল, সেই মতো শঙ্কর পেটিএমের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দিয়েছেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, ঘটনার প্রায় ১ মাস পর গত ১৯ ডিসেম্বর ক্ষতিপূরণের টাকা ফেরত পাঠান অভিযোগকারিণী মহিলার মেয়ে।
যে ঘটনার কথা বলা হচ্ছে, তার কোনও প্রত্যক্ষদর্শী নেই এবং দুই পক্ষ যে আলোচনার পর মিটমাট করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা নিশ্চিত করেছে কেবিন ক্রুদের জারি করা বিবৃতিও। অভিযুক্ত শঙ্করের বিচার বিভাগের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও দাবি করেছেন আইনজীবী।
গত ২৬ নভেম্বর যুক্তরাষ্টের নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানে দিল্লি আসার সময়ে এক নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন শঙ্কর। ঘটনাটি প্রকাশ্যে আসে ওই নারী বিমানযাত্রী এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লেখার পরে।



















