AIR INDIA : ফ্লাইটে সহযাত্রীর গায়ে প্রস্রাব, অবশেষে গ্রেপ্তার শঙ্কর

- আপডেট সময় : ১১:৫২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
অনলাইন ডেস্ক
অবশেষে বেঙ্গালুরুতে দিল্লী পুলিশের জালে আটকালেন শঙ্কর মিশ্র। তিনি ফ্লাইটে নারী সহযাত্রীর গায়ে প্রস্রাবকাণ্ডের ঘটনায় এরই মধ্যে দুনিয়া জুড়ে পরিচিত।
নিউইয়র্ক-দিল্লিগামী ফ্লাইটের নারী সহযাত্রীর গায়ে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র।
পুলিশ জানায়, শুক্রবার রাতের দিকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে।
শঙ্করকে ধরতে কয়েকদিন ধরেই নানা রাজ্যে অভিযান চালিয়ে আসছিল দিল্লি পুলিশের একাধিক দল। গ্রেফতার এড়াতে নিজের শহর মুম্বাই ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন শঙ্কর।

এবং মোবাইল ফোনটিও বন্ধ রেখেছিলেন। বন্ধুদের সাথে যোগাযোগ করতে ব্যবহার করতে সামাজিক যোগাযোগমাধ্যম।
২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে মদ্যপ শঙ্কর নারী সহযাত্রীর গায়ে প্রস্রাব করে তার গায়ের জমাকাপড় সমস্ত ভিজিয়ে দেন।
বিমান কোম্পানীর কাছে অভিযোগের পরই নড়েচড়ে বসে প্রশাসন। শঙ্ককে পাকড়াও করতে মাঠে নামে দিল্লী পুলিশের একাধিক দল।