ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন বার্তা ভিসা স্থগিতের সিদ্ধান্তে স্বপ্ন থমকে গেল লাখো বাংলাদেশির ঈমানের মহিমান্বিত রাত: পবিত্র শবে মেরাজ উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন, একই পরিবারের ৩জনসহ ৬জনের মৃত্যু নাসরিন আক্তারের কবিতা পরকীয়া ২০২৬ সালে বাংলাদেশের অর্থনীতিতে বড় ঝুঁকি, অপরাধ ও অবৈধ অর্থনৈতিক তৎপরতা সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট প্রক্রিয়া দ্রুততর হবে পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই বছরের মধ্যে টাকা ফেরত পাবেন: গভর্নর

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন বার্তা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন বার্তা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনাকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের সঙ্গে প্রথমবার সরাসরি সাক্ষাতের পর মাচাদো বলেন, আজ ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে। ফলে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প নোবেল পদক উপহার পাওয়াকে পারস্পরিক সম্মানের এক চমৎকার নিদর্শন বলে উল্লেখ করেন। যদিও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে মাচাদো নিজেকে বিজয়ী দাবি করলেও ট্রাম্প এখনো তাঁকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি। বরং তিনি দেশটির অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান ডেলসি রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন, যিনি প্রেসিডেন্ট মাদুরোর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

তবে মাচাদোর সঙ্গে সাক্ষাৎকে নিজের জন্য অত্যন্ত সম্মানজনক  বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি মাচাদোকে অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়া এক অসাধারণ নারী বলেও প্রশংসা করেন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন,  আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি। পরে ইংরেজিতে সাংবাদিকদের তিনি জানান, নোবেল শান্তি পুরস্কারের পদকটি তিনি ট্রাম্পকে উপহার দিয়েছেন ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি তাঁর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে।

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন বার্তা
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর মাচাদো বলেন, আম মনে  করি আজ আমাদের ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন: ছবি সংগ্রহ

উল্লেখযোগ্য বিষয় হলো, নোবেল কমিটি আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। এক বিবৃতিতে তারা বলেছে, পদকের মালিকানা বদলাতে পারে, কিন্তু নোবেল বিজয়ীর উপাধি বদলায় না। মাচাদোর মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নোবেল কমিটি তাদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।

মাচাদো তাঁর বক্তব্যে ইতিহাসের উদাহরণ টেনে বলেন, মার্কিন স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মার্কেস দে লাফায়েত যে পদকটি সিমন বলিভারকে উপহার দিয়েছিলেন, সেটি ছিল অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে দুই দেশের ভ্রাতৃত্বের প্রতীক। তাঁর ভাষায়, ২০০ বছর পর বলিভারের জনগণ ওয়াশিংটনের উত্তরসূরির হাতে একটি পদক তুলে দিচ্ছে।

ওয়াশিংটন সফরে মাচাদো মার্কিন কংগ্রেসেও যান এবং সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সমর্থকদের ‘মারিয়া, প্রেসিদেন্তে’ স্লোগানে তাঁর বক্তব্য প্রায় চাপা পড়ে যায়। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্বিবেচনার আহ্বান জানানো।

এদিকে মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে সক্রিয় হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেও ইতিমধ্যে কয়েক শ কোটি ডলারের তেল বিক্রির খবর সামনে এসেছে। সব মিলিয়ে, নোবেল পদক উপহার দেওয়ার ঘটনাটি শুধু প্রতীকী নয়, বরং ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন বার্তা

আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান। আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনাকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের সঙ্গে প্রথমবার সরাসরি সাক্ষাতের পর মাচাদো বলেন, আজ ভেনেজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে। ফলে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প নোবেল পদক উপহার পাওয়াকে পারস্পরিক সম্মানের এক চমৎকার নিদর্শন বলে উল্লেখ করেন। যদিও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে মাচাদো নিজেকে বিজয়ী দাবি করলেও ট্রাম্প এখনো তাঁকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেননি। বরং তিনি দেশটির অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান ডেলসি রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন, যিনি প্রেসিডেন্ট মাদুরোর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

তবে মাচাদোর সঙ্গে সাক্ষাৎকে নিজের জন্য অত্যন্ত সম্মানজনক  বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি মাচাদোকে অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়া এক অসাধারণ নারী বলেও প্রশংসা করেন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন,  আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি। পরে ইংরেজিতে সাংবাদিকদের তিনি জানান, নোবেল শান্তি পুরস্কারের পদকটি তিনি ট্রাম্পকে উপহার দিয়েছেন ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি তাঁর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে।

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন বার্তা
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর মাচাদো বলেন, আম মনে  করি আজ আমাদের ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন: ছবি সংগ্রহ

উল্লেখযোগ্য বিষয় হলো, নোবেল কমিটি আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। এক বিবৃতিতে তারা বলেছে, পদকের মালিকানা বদলাতে পারে, কিন্তু নোবেল বিজয়ীর উপাধি বদলায় না। মাচাদোর মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নোবেল কমিটি তাদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।

মাচাদো তাঁর বক্তব্যে ইতিহাসের উদাহরণ টেনে বলেন, মার্কিন স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মার্কেস দে লাফায়েত যে পদকটি সিমন বলিভারকে উপহার দিয়েছিলেন, সেটি ছিল অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে দুই দেশের ভ্রাতৃত্বের প্রতীক। তাঁর ভাষায়, ২০০ বছর পর বলিভারের জনগণ ওয়াশিংটনের উত্তরসূরির হাতে একটি পদক তুলে দিচ্ছে।

ওয়াশিংটন সফরে মাচাদো মার্কিন কংগ্রেসেও যান এবং সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সমর্থকদের ‘মারিয়া, প্রেসিদেন্তে’ স্লোগানে তাঁর বক্তব্য প্রায় চাপা পড়ে যায়। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্বিবেচনার আহ্বান জানানো।

এদিকে মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে সক্রিয় হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেও ইতিমধ্যে কয়েক শ কোটি ডলারের তেল বিক্রির খবর সামনে এসেছে। সব মিলিয়ে, নোবেল পদক উপহার দেওয়ার ঘটনাটি শুধু প্রতীকী নয়, বরং ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।