বায়ুদূষণের প্রতিযোগিতায় দিল্লিকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান ঢাকার
- আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
বায়ুদূষণের প্রতিযোগিতায় দিল্লিকে ছাড়িয়ে শীর্ষ অবস্থান ওঠে এসেছে ঢাকা। চলতি শুকনা মৌসুমে ভারতের রাজধানী দিল্লি প্রায় প্রতিদিনই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল। কৃত্রিম বৃষ্টি নামিয়ে দূষণ কমানোর চেষ্টাও ব্যর্থ হয়েছিল।
তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিশ্লেষক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, দূষণে দিল্লিকে ‘হারিয়ে’ শীর্ষে উঠে এসেছে ঢাকা।
এ সময় ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ২৯৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রা। দ্বিতীয় স্থানে থাকা দিল্লির AQI ছিল ২৭৮।
বায়ুমান সূচক ২০০-এর বেশি হলে তা গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ধরা হয়, আর ৩০০-এর ওপরে হলে পরিস্থিতি হয়ে ওঠে ‘দুর্যোগপূর্ণ’। গত ২৮ নভেম্বর ঢাকার AQI ৩০০ অতিক্রম করেছিল, যা সতর্কবার্তা হিসেবে দেখা হয়।
বায়ুদূষণ মোকাবিলায় নানা প্রকল্প নেওয়া হলেও পরিস্থিতি উন্নতির বদলে আরও খারাপের দিকে যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন শহরেও এখন বায়ুদূষণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
আজ ঢাকার সবচেয়ে দূষিত পাঁচটি এলাকা হলো, পল্লবী দক্ষিণ (AQI ৩৮৬), বে’জ এজ ওয়াটার (৩২৮), মিরপুর ইস্টার্ন হাউজিং (২৯৮), কল্যাণপুর (২৭৬) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৭৩)। চলতি মাসের মাঝামাঝি থেকেই প্রায় প্রতিদিনই ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে।
আইকিউএয়ারের স্বাস্থ্য পরামর্শ অনুযায়ী, আজ ঢাকার বাতাসে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা জরুরি। খোলা জায়গায় ব্যায়াম না করা, বাড়ির জানালা যতটা সম্ভব বন্ধ রাখা এবং বাইরে কর্মক্ষেত্রে থাকলে কম সময় অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
বায়ুদূষণে সংবেদনশীল ব্যক্তি, শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।



















