ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা

পুশ-ইনের শিকার ভারতীয় গর্ভবতী নারী সোনালি খাতুনের জামিন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

পুশ-ইনের শিকার ভারতীয় গর্ভবতী নারী সোনালি খাতুনের জামিন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএসএফ কর্তৃক ‘পুশ-ইন’ হয়ে বাংলাদেশে ঢোকার পর কারাবন্দী হওয়া ভারতীয় নাগরিক ও গর্ভবতী নারী সোনালি খাতুনকে জামিন দিয়েছেন বাংলাদেশের আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

জেলার জানান, জামিন মঞ্জুরের পর বিকেল ৬টার দিকে সোনালি খাতুন কারাগারের মূল ফটকে অবস্থান করছিলেন। জামিনদার এলেই তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন তার জামিনদার হয়েছেন, যিনি খাতুনের আত্মীয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

শুধু সোনালি খাতুনই নন, তার সঙ্গে একইভাবে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ‘পুশ-ইন’ হওয়া আরও পাঁচজন ভারতীয় নাগরিককেও আদালত জামিন দিয়েছেন। তবে চলমান মামলার কারণে আদালতে নিয়মিত হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা আপাতত ভারতে ফিরে যেতে পারবেন না।

ঘটনাটি দুই দেশের মধ্যে মানবাধিকার ও সীমান্তব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশ্ন তুলেছে। অভিযোগ রয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো ধরনের চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়াই সোনালি খাতুনসহ ছয়জনকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে মামলা দায়ের করে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সুপ্রিম কোর্ট সোমবার আবারও নির্দেশ দিয়েছে যাতে সোনালি খাতুনসহ ‘পুশ-ইন’-এর শিকার সকলকে যথাযথ প্রক্রিয়ায় ভারতে ফিরিয়ে নেওয়া হয়। আদালত বলেছে, পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া নিশ্চিত না করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ কারাগার কর্তৃপক্ষ বলছে, আদালতের নির্দেশনা অনুসারে জামিন কার্যক্রম সম্পন্ন হলে সোনালি খাতুন ও অন্যরা কারামুক্ত হবেন; তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বাংলাদেশেই অবস্থান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুশ-ইনের শিকার ভারতীয় গর্ভবতী নারী সোনালি খাতুনের জামিন

আপডেট সময় : ০৭:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বিএসএফ কর্তৃক ‘পুশ-ইন’ হয়ে বাংলাদেশে ঢোকার পর কারাবন্দী হওয়া ভারতীয় নাগরিক ও গর্ভবতী নারী সোনালি খাতুনকে জামিন দিয়েছেন বাংলাদেশের আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

জেলার জানান, জামিন মঞ্জুরের পর বিকেল ৬টার দিকে সোনালি খাতুন কারাগারের মূল ফটকে অবস্থান করছিলেন। জামিনদার এলেই তাকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন তার জামিনদার হয়েছেন, যিনি খাতুনের আত্মীয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

শুধু সোনালি খাতুনই নন, তার সঙ্গে একইভাবে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ‘পুশ-ইন’ হওয়া আরও পাঁচজন ভারতীয় নাগরিককেও আদালত জামিন দিয়েছেন। তবে চলমান মামলার কারণে আদালতে নিয়মিত হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা আপাতত ভারতে ফিরে যেতে পারবেন না।

ঘটনাটি দুই দেশের মধ্যে মানবাধিকার ও সীমান্তব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশ্ন তুলেছে। অভিযোগ রয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো ধরনের চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়াই সোনালি খাতুনসহ ছয়জনকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে মামলা দায়ের করে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সুপ্রিম কোর্ট সোমবার আবারও নির্দেশ দিয়েছে যাতে সোনালি খাতুনসহ ‘পুশ-ইন’-এর শিকার সকলকে যথাযথ প্রক্রিয়ায় ভারতে ফিরিয়ে নেওয়া হয়। আদালত বলেছে, পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া নিশ্চিত না করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ কারাগার কর্তৃপক্ষ বলছে, আদালতের নির্দেশনা অনুসারে জামিন কার্যক্রম সম্পন্ন হলে সোনালি খাতুন ও অন্যরা কারামুক্ত হবেন; তবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বাংলাদেশেই অবস্থান করতে হবে।